বাঙালির হাজার বছরের সর্বশ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯২০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ গােপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০২০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ তাঁর জন্মশত বছর পূর্ণ হবে। ২০২০-২১ খ্রিস্টাব্দের জন্মদিন কালপঞ্জির সময়টুকোয় মুজিব বর্ষ পালন করা হচ্ছে। শেখ মুজিব বাংলাদেশের অপর নাম। তার জন্মশতবর্ষ পালন বাঙালির গৌরবের বিষয় ও নিত্যদিনের অহঙ্কার। তার নিরলস সংগ্রামের ফসল। বাংলাদেশ এবং বিশ্ব মানচিত্রে তার অবস্থান। জন্মশতবর্ষ পালন উপলক্ষে আমাদের অংশিদারিত্বের আয়ােজন, এই ক্ষুদ্র কাব্যগ্রন্থ শেখ মুজিব জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। একজন কবির অনুভব,ছন্দ-গাথায় মুজিব তার বিমল ছায়া ফেলেছেন। স্বদেশের আকাশে, মাটিতে ও স্বপ্নে তিনি অম্লান মহাপুরুষ। গ্রন্থটির কবিতাগুলাের বর্ণনা সহজ-সরল শব্দ-সৌন্দর্যে একজন রাজনীতিক মহাকবির বর্ণাঢ্য জীবনের কিছু চিত্র-একেছেন এই-তরুণ কবি। মুজিবকে ভালােবাসা ও শ্রদ্ধার আর্তি ফুটে উঠেছে কবি মােহাম্মদ ইলইয়াছ-এর দক্ষ শব্দ চয়নে, পাঠক বিমােহিত হবেন। শেখ মুজিব জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি গ্রন্থটি বঙ্গবন্ধুপ্রেমি বাঙালিদের কাছে সমাদৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বশিরুজ্জামান বশির কবি ও সাহিত্যি