"চতুর্থ শিল্পবিপ্লব দার্শনিক ভাবনা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ শিল্প-বিকাশের নানা পর্বে শক্তিশালী প্রযুক্তির আবিষ্কার বিভিন্ন শিল্পবিপ্লব ঘটিয়েছে। বিকাশের এ ইতিহাসে আমরা দেখতে পাই বাষ্পীয় শক্তির আবিষ্কার প্রথম শিল্পবিপ্লব ঘটায়। এভাবে বৈদ্যুতিক শক্তি দ্বিতীয় শিল্পবিপ্লব, ডিজিটাল প্রযুক্তি তৃতীয় শিল্পবিপ্লব সাধন করে এবং ডিজিটাল প্রযুক্তির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্র শিক্ষণ ইত্যাদির সংযােজনের ফলে চতুর্থ শিল্পবিপ্লব শুরু হয়। এ সকল বিপ্লবের প্রভাব কেবল শিল্পের ক্ষেত্রে সীমিত থাকেনি। এটি শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ আমাদের জীবনের সকল ক্ষেত্রকে প্রভাবিত করে। প্রতিটি শিল্পবিপ্লবই মানুষের জীবনযাপনের উপায় ও উপাদানের মধ্যে নতুনত্ব আনে। তবে ঘটে যাওয়া তিন শিল্পবিপ্লবের তুলনায় চতুর্থ শিল্পবিপ্লবে পরিবর্তনের গতি অনেকবেশি, এর ক্ষেত্র আরাে বিস্তৃত। এটি কেবল মানুষের চারপাশকে পরিবর্তন করবে না, এটি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানুষের প্রকৃতিকেও পরিবর্তন করবে। মানুষের প্রতিযােগী হবে তারই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কোনাে যন্ত্র। এমনকি কোনাে ব্যক্তি নিজেকে যতটুকু জানৰে তার চেয়ে বেশি জানবে এরূপ কোনাে যন্ত্র। উক্ত গ্রন্থে যেসব প্রযুক্তির সাহায্যে চতুর্থ শিল্পবিপ্লব সাধিত হবে, যেমন বস্তুর আন্তর্জাল, বিগ ডাটা, ভার্চুয়াল বাস্তবতা, শিক্ষা সহায়ক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এসব নিয়ে আলােচনা করা হয়েছে। শিক্ষা সহায়ক প্রযুক্তি শিক্ষা প্রদানের উপায়সহ শিক্ষার প্রকৃতিতে যে ব্যাপক পরিবর্তন আনবে তা তুলে ধরা হয়েছে। এ গ্রন্থে শিক্ষার কেন্দ্রে চলে আসা বিষয়সহ মানববিদ্যার ভবিষ্যৎ আলােচিত হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের অন্যতম প্রযুক্তি বিগ ডাটা’র পদ্ধতিতত্ত্ব, জ্ঞানতত্ত্ব নিয়ে আলােচনা করে ডাটা বিজ্ঞানীর মতাে ডাটা দার্শনিকের প্রয়ােজনীয়তাকেও তুলে ধরা হয়েছে। যে প্রযুক্তি শিল্পবিপ্লবের তৃতীয় ধাপ থেকে চতুর্থ ধাপের সৃষ্টি করেছে; সেই কৃত্রিম বুদ্ধিমত্তার স্বরূপ, ইতিহাস, এর বহুমাত্রিক ব্যবহার ও জ্ঞানতত্ত্ব আলােচনা করা হয়েছে। এসব প্রযুক্তি থেকে সৃষ্ট সামাজিক-নৈতিক-অর্থনৈতিক সংকটের স্বরূপ ও দায় সম্পর্কিত ভাবনাসমূহ এ গ্রন্থের অন্যতম আলােচ্য বিষয়।
মো. নূরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে অধ্যাপনায় নিয়োজিত। তাঁর জন্ম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নন্দন উড়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. অনার্স এবং এম. এ. ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম. এ. ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা ও গবেষণার আগ্রহের বিষয় জ্ঞানবিদ্যা, প্রযুক্তি দর্শন, বিজ্ঞানের দর্শন ও সমাজদর্শন। তাঁর গ্রন্থ ও প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে। প্রকাশিত গন্থের মধ্যে রয়েছে। চতুর্থ শিল্পবিপ্লব: দার্শনিক ভাবনা (২০২২ ২০২০), কোভিড-১৯: সংকট, দায়বদ্ধতা ও নৈতিকতা ২০২১ , প্রযুক্তির সংস্কৃতি (২০১৯), চিরায়ত সমাজচিন্তা (২০১৯, ২০১৩), প্রযুক্তির নীতিবিদ্যা (২০১৮), বিজ্ঞান ও প্রযুক্তির দর্শন (২০১৭, ২০১৪), প্রযুক্তির দর্শন (২০১৬), Philosophy of Science: Some Aspects and Nature (2013,2011)Observability and scientific Realism: Realist vs. Anti-Realist (2010)