"সেরা কিশোর সায়েন্স ফিকশন" ফ্ল্যাপের লেখা কথা: হারবার্ট জর্জ ওয়েলস (২১ সেপ্টেম্বর ১৮৬৬-১৩ আগস্ট ১৯৪৬) একজন ইংরেজ লেখক, বিশ্বব্যাপী তার পরিচিতি সায়েন্স ফিকশন রাইটার হিসেবে। তাঁর জন্ম ব্রুমলিতে। পরিবারের সকলে তাঁকে ‘বার্টি’ বলে ডাকতেন। তাঁর বাবা জোসেফ ওয়েলস ছিলেন মালী, দোকানদার এবং একজন অ্যামেচার ক্রিকেটার। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ওয়েলস ১৮৭৪ সালে এক দুর্ঘটনায় ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে থাকেন দীর্ঘদিন। সময় কাটাতে তিনি স্থানীয় লাইব্রেরি থেকে আনা বই পড়তেন। এবং তখন থেকে লেখালেখির প্রতি তাঁর একটা আকর্ষণ তৈরি হয়। শুরুতে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হলেও পরবর্তীতে লেখালেখিই তাকে আর্থিক স্বচ্ছলতা এনে দেয়। তাঁকে বিখ্যাত করে তােলে ‘দ্য টাইম মেশিন’, ‘দ্য ওয়ার অভ দা ওয়ার্ল্ডস’ এবং ‘দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন'। তাঁর বিখ্যাত এই তিনটি বই-ই এখানে স্থান পেয়েছে। এইচ.জি. ওয়েলসকেও ‘দ্য ফাদার অভ সায়েন্স ফিকশন’ বলে অভিহিত করা হয়। ‘দ্য টাইম মেশিন’ যেমন তাঁর পৃথিবীখ্যাত সায়েন্স ফিকশন তেমনি ‘দ্য ওয়ার অভ দ্য ওয়ার্ল্ডস' এর কাহিনী গড়ে উঠেছে পৈশাচিক মঙ্গলবাসীর পৃথিবী আক্রমণকে নিয়ে। তেমনি দারুণ রােমাঞ্চকর আর অনবদ্য কল্পবিজ্ঞান কাহিনি ‘দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন’ সকল পেশার পাঠকদের দারুণভাবে আন্দোলিত করে তুলবে আমার আমার বিশ্বাস।