"তোমার পতাকা যারে দাও..." বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ উনিশ শ' একাত্তরের মার্চ থেকে ডিসেম্বর বাঙালির প্রাত্যহিক জীবনে এতাে গৌরব সমৃদ্ধ আর বেদনা মিশ্রিত জনযুদ্ধ’ আগে কখনােই প্রত্যক্ষ করা যায়নি। দেশপ্রেমের আশ্চর্য এক হিরনায় অহংকারে বাঙালি একাত্তরে হ্যামিলনের সেই বংশীবাদকের ন্যায় মােহন বাঁশির সুরে-আহ্বানে-নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল স্বদেশের মুক্তি আর স্বাধীনতার জন্যে। প্রিয় মাতৃভূমি হতে সুদূর চৌদ্দ হাজার মাইল পশ্চিমে উত্তর গােলার্ধের এই কানাডায় বসতি স্থাপন করেও মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরবগাঁথা আর স্মৃতি অভিজ্ঞতার সমন্বয়ে আবেগ ধারণের অনিবার্য অনুভব থেকে আমার এই বিনীত নিবেদন। গ্রন্থের নাম ‘তােমার পতাকা যারে দাও...' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কবিতা থেকে ধার নেয়া হয়েছে। প্রাসঙ্গিক বিবেচনায়, একাত্তরে বঙ্গবন্ধু আমাদের হাতে বাংলাদেশ মানচিত্র খচিত পতাকা তুলে দিয়েছিলেন। বিম্র শ্রদ্ধায় স্মরণ করি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা দেশ মাতৃকার পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, যুদ্ধাহত হয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন দেশের কারণে কিংবা পরবর্তী সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হয়েছেন।