“কেমিস্ট্রি অলিম্পিয়াড" বইটির ভূমিকা থেকে নেয়াঃ এদেশের ছেলেমেয়েরা এখন স্বপ্ন দেখে বিশ্ব জয়ের। সে ক্রিকেট কিংবা তীরন্দাজিতেই হােক, কিংবা গণিত অথবা পদার্থবিজ্ঞানে। আগামী প্রজন্মকে বিজ্ঞানে আগ্রহী করে তুলতে, বিশ্বসেরা বিজ্ঞানী বা গণিতবিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারে সেজন্য সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এদেশেও হরেক রকম বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিভিত্তিক অলিম্পিয়াডের আয়ােজন করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনা হচ্ছে সত্যিকার মেধাবীদের। তারপর তাদের বাছাই করে পাঠানাে হচ্ছে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে। গত কয়েক বছর ধরেই এদেশের গণিত ও বিজ্ঞানভিত্তিক অলিম্পিয়াডগুলাে বইছে বসন্তের হাওয়া। ২০১৮ সালে আন্তর্জাতিক গণিতে প্রথম স্বর্ণপদক এসেছে, ২০১৯ এ এসেছে আন্তর্জাতিক রােবট অলিম্পিয়াড থেকে স্বর্ণপদক। ফিজিক্স অলিম্পিয়াডও পার করে ফেলেছে দশটি বছর। বায়ােলজি ও কেমিস্ট্রি অলিম্পিয়াডও ভালাে করছে। ঈর্ষণীয় সাফল্য এসেছে আন্তর্জাতিক জুনিয়র অলিম্পিয়াড থেকেও। এসব অলিম্পিয়াড যখন শুরু হয়, দেশব্যাপী কিশাের-তরুণদের মধ্যে সাড়া পড়ে যায়। উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ভেন্যুগুলােতেও। আশার কথা হলাে, বড় বড় সব প্রতিষ্ঠান এগিয়ে এসে এসব অলিম্পিয়াডে পৃষ্ঠপােষকতা করছে। আজ যারা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে, একদিন এরাই হয়ে উঠবে দেশ-জাতির কাণ্ডারি, দেশ-জাতি যত সমস্যায় এখন নিমজ্জিত সেগুলাের সমাধান এরাই করবে। সে স্বপ্ন এখন দেখাই যায়। কেমিস্ট্রি অলিম্পিয়াডে যারা অংশ নেবে তাদের কথা ভেবেই, একঝাক সমস্যা ও সমাধান দিয়েই সাজানাে হয়েছে এই বই। সঙ্গে আছে সহজ ও বিস্তারিত ব্যাখ্যা। আশা করি, কিশাের-তরুণ রসায়নপ্রেমী শিক্ষার্থীদের জন্য বইটি উপকার বয়ে নিয়ে আসবে। অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রইল শুভকামনা।