“বিধুর বেহালা” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: সাম্প্রতিক বাংলা উপন্যাসের স্বরূপসন্ধান করে সুধী সমালােচক দেখিয়েছেন, “সময়ের হাত পড়েছে গত কয়েক বৎসরের বাংলা উপন্যাসে। ব্যক্তি ও সমাজের অন্বয়ে অনন্বয়ে, সংঘাতে ও সংযােগে ব্যক্তিস্বরূপ উদ্ভাসিত হয়েছে নানাভাবে । বাস্তবের সমস্যা ও শিল্পের সমস্যাকে একই প্রেক্ষিতে স্থাপন করে, স্বরমাত্রায় নানা লয়, নানা স্তর আরােপ করে লেখকরা প্রতিফলিত করতে চেয়েছেন আজকের সময়ের, সমাজের তথা জীবনের চলচ্ছন্দকে। পাল্টে যাচ্ছে গল্প বলার ধরতাই, বুনুনি ও বিন্যাসের ধারা ধরন।” কথাসাহিত্যের এই প্রেক্ষাপটে বাণী বসুর আবির্ভাব ধীর অথচ দৃঢ় পদক্ষেপে। সময়ের হিসেবে আশির দশক। প্রথমে ছােটগল্প রচনায় তাঁর আশ্চর্য সিদ্ধি, তারপর উপন্যাসে তাঁর অপার সম্ভাবনার প্রতিষ্ঠা। শুরু থেকেই তিনি রসপিপাসু এবং মনােযােগী পাঠকদের দৃষ্টি আকর্ষণ। করেছেন। বাণী বসু তাঁর প্রথম উপন্যাস ‘জন্মভূমি মাতৃভূমি’-তেই প্রমাণ করতে পেরেছিলেন যে, নিছক গল্প লেখার জন্য তিনি কলম ধরেননি। নানা দিক থেকে আলাে ফেলে আমেরিকা ও ভারত—এই দু’দেশের পটভূমিতে এক লক্ষ্যভেদী ও হৃদয়স্পর্শী মৌলিক কাহিনী রচনা করেছিলেন। দ্বিতীয় উপন্যাস থেকে বাণী বসুর স্বাতন্ত্র্য সম্বন্ধে পাঠককে আর নতুন করে ভাবতে হয়নি। এযাবৎ প্রকাশিত তাঁর সমস্ত উপন্যাস বিষয়বৈচিত্র্যে অভিনব। দুর্লভ বিষয়-জ্ঞান এই লেখিকার সহজাত। সমসাময়িক রাজনীতিকে বিষয় করে এক বক্তব্যগাঢ় উপন্যাস কিংবা একেবারে বিপরীতে এক নারী সংগীতশিল্পীর সংগ্রাম, সঙ্কট ও জীবনবেদ নিয়ে কথাসাহিত্য রচনায় তিনি সমান স্বচ্ছন্দ। ব্যক্তির অভিজ্ঞানের সঙ্গে তথ্যসমৃদ্ধ। ইতিহাস ও সমাজতত্ত্বকে অনায়াসে তিনি মিশিয়ে দিতে পেরেছেন। আবার প্রতিটি উপন্যাসের আঙ্গিকনির্মাণে ও ভাষারচনায় তাঁর পারঙ্গমতা ঈর্ষণীয়। বাংলা উপন্যাসের সাম্প্রতিক। তরঙ্গমালায় বাণী বসু এক অপরিহার্য নাম। জীবনের প্রতি দায়বদ্ধতায় এবং পাঠকের প্রতি দায়িত্ববােধে তিনি বিশিষ্ট। জন্মভূমি মাতৃভূমি, অন্তর্ঘাত, পঞ্চম পুরুষ, উত্তরসাধক, বৃত্তের বাইরে, কিনার থেকে কিনারে, দিদিমাসির জিন, মেয়েলি আড্ডার হালচাল, রাধানগর ও অমৃতা—এই দশটি ভিন্নস্বাদের উপন্যাস নিয়ে প্রকাশিত হল বাণী বসুর ‘দশটি উপন্যাস।