"স্বচ্ছ কাচ তন্তু" বইয়ের ফ্ল্যাপের লেখা: জীবনের প্রয়ােজনে একটু একটু করে সম্পর্কের ভিত রচিত হয়। একটা সময় সেই সম্পর্কগুলােকেই আঁকড়ে ধরে মানুষ তার বেঁচে থাকার রসদ খুঁজে নেয়। নৈঋতের কালাে মেঘটা কোন কোন পূর্ণিমায় কিছুক্ষণের জন্য হলেও রূপালী চাঁদটাকে আড়াল করে আকাশটাকে আঁধারে ঢেকে দেয় বটে, তবে সময়ে মেঘ কেটে গিয়ে আবার রূপালী জোছনায় ঝলমল করে রাত। তেমনি করে আলাে-আঁধারে, সুখ-দুঃখে, পাওয়া না পাওয়ার দোলাচলে জীবন এগিয়ে যায় তার নিজ গন্তব্যে। সময়, পরিবেশ, পরিস্থিতিতে একটু একটু করে যদিও জীবনের রূপ বদলায় তবে সম্পর্কের বন্ধনে জীবনের গল্পগুলাে গেঁথে থাকে মানুষের মনের মনিকোঠায়। সেই পথ ধরেই জীবন খুঁজে নেয় তার নতুন দিশা। মানুষের অন্তরে এই সম্পর্কগুলাের অবস্থান অনেকটা স্বচ্ছ কাচের আয়নার মতাে। যেখানে সম্পর্কের ভালাে-মন্দ সবকিছুর রূপরেখা স্পষ্টভাবে ফুটে ওঠে। যে আয়নাটাকে ভেঙে ফেলাটা হয়তাে অনেকটা সহজ তবে গড়াটা বেশ কঠিন। আর একবার ভেঙে গেলে যদি কোনভাবে তাকে জোরা লাগানাে যায়ও তবু দাগটা বােধহয় চিরকাল থেকেই যায়। মানুষের সম্পর্ক গুলােও ঠিক তেমনি যা স্বচ্ছ কাচ তন্তুর ন্যায়, একটুখানি অবহেলাতেই তাতে ফাটল ধরতে পারে। তাই সম্পর্ক গুলােকে যত্ন করে ভালােবেসে আগলে রাখতে হয়, যাতে সহসা তাতে কোন দাগ ফুটে ওঠে।