শিল্পবোধ ও প্রখর রাজনৈতিক সচেতনতা জারিত চলচ্চিত্রচিন্তার পরিচয় বহন করছে সিনেয়াস্টের ডায়েরি। লেখক প্রাত্যহিকতার বাইরে এসে দেখতে ও দেখাতে চেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতির সম্ভাবনা, সঙ্কট এবং আশ্চর্য রকম রূঢ় বর্তমান। চলচ্চিত্রচিন্তার এমন সজীব ও সহজবোধ্য উপস্থাপনা বাংলাদেশের চলচ্চিত্রচর্চায় দেখতে পাওয়া যায় না। বইটির প্রতিটি পৃষ্ঠায় চলচ্চিত্রচিন্তার মৌলিকতার ছাপ দেখতে পাই। সিনেয়াস্টের ডায়েরি একজন অভিজ্ঞ চলচ্চিত্রজনের চিন্তার দূরদৃষ্টি, উৎকণ্ঠা, দ্রোহ, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা এবং কুসুমিত হৃদয়ের আর্দ্র স্বরকে মলাটবন্দি করেছে। সিনেয়াস্টের ডায়েরি বাংলাদেশের ও বাংলা ভাষার চলচ্চিত্রচিন্তায় একটি মূল্যবান সংযোজন। বইটিতে বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতির একটি পরিপূর্ণ অবয়ব উপস্থিত হয়েছে। চারটি অধ্যায়ে বিভক্ত সিনেয়াস্টের ডায়েরিতে আছে চলচ্চিত্রচিন্তার গুরুত্বপূর্ণ ৬টি বক্তৃতা ও প্রবন্ধ, ৮টি চলচ্চিত্র সমালোচনা, ৪টি সিনেকাব্য এবং প্রাতঃস্মরণীয় চলচ্চিত্রজন আমজাদ হোসেন, মুহম্মদ খসরু, বাদল রহমান, আনোয়ার হোসেন, বীরেন দাশশর্মা এবং তারেক মাসুদের সাহচর্যে লেখকের মূল্যবান স্মৃতি ও তাদের জীবনকর্মের মূল্যায়ন।
জন্ম ঢাকায়। বসবাস ও বেড়ে ওঠা ঢাকাতেই। পড়েছেন দর্শনশাস্ত্রে। কবিতা লেখা ও দেশের রাজনৈতিক গতিবিধি পাঠ করা প্রিয় শখ। সাংবাদিকতায় যুক্ত ছিলেন। এখন অডিও-ভিজ্যুয়াল নির্মাণ প্রতিষ্ঠান আখড়া’র কর্ণধারা। চলচ্চিত্র-সংস্কৃতি এবং চলচ্চিত্র সংসদ আন্দোলন বিষয়ক গবেষণা ও লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন অনিয়মিত দুটি চলচ্চিত্রের কাগজ ম্যূভিয়ানা এবং চিত্ররূপ। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিষয়ক সংকলনগ্রন্থ চলচ্চিত্রপাঠ। বাংলাদেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংগঠন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি। বর্তমানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর সাধারণ সম্পাদক। চলচ্চিত্র শিক্ষা বিষয়ে উৎসাহী এবং দেশে চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম প্রসারে কাজ করছেন। গত দশ বছরের দেশে আয়োজক, সমন্বয়ক, পরিকল্পক ও পরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন অনেক ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, চিত্রনাট্য রচনা কর্মশালা, চলচ্চিত্র পাঠচক্র এবং চলচ্চিত্র নির্মাণ কর্মশালার। ভিন্ন আঙ্গিক ও ভাবনার চলচ্চিত্রের তৎপরতা নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব এর পরিকল্পক ও উৎসব পরিচালক। ২০১১ সালে পোশাক শ্রমিক আন্দোলন নিয়ে নির্মাণ করেছেন তাঁর প্রথম প্রামাণ্যচলচ্চিত্র অনিবার্য। ২০১২ সালে যৌথভাবে নির্মাণ করেন চলচ্চিত্রকার বাদল রহমানের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ।