"নিশ্চুপ ইতিহাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ আমার লেখা প্রথম উপন্যাস ‘নিশ্চুপ ইতিহাস' সম্পূর্ণ কাল্পনিক। ১৯৫২, ১৯৬২ সাল এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর প্রথম দু-তিন দিনের বাস্তব চিত্র বর্ণনা করা হয়েছে সম্পূর্ণ কল্পিত চরিত্রের মধ্য দিয়ে। কল্পনার কল্পিত চরিত্রের কিছু বাস্তব চরিত্রের পরিচিত নাম ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র পরিচিত বরেণ্য ব্যক্তিবর্গের নাম সম্মানের সাথে স্মরণীয় করে রাখার জন্য অন্য কোনাে উদ্দেশ্যে নয়। তবে পাড়া-পড়শির কিছু চরিত্রকে কল্পনার সাথে মিলিয়ে নতুন কল্পিত চরিত্র সৃষ্টি করা হয়েছে। উপন্যাসের প্রয়ােজনে কাউকে কোনােরকম আঘাত করার জন্য নয়। কল্পনা আর বাস্তব জীবনের সমন্বয় করার চেষ্টা করা হয়েছে মাত্র। এই উপন্যাসের সাথে কারাে বাস্তব জীবন যদি কাকতালীয়ভাবে মিলে যায় সেজন্য লেখক বা প্রকাশক কেউ দায়ী থাকবে না। তবে এই উপন্যাসে গল্পের প্রয়ােজনে লেখককে একটা চরিত্রে অভিনয় করার সুযােগ দেওয়া হয়েছে। সুরভি উপন্যাসে তার সবটুকু দিয়ে কল্পিত চরিত্রের সাথে হাত মিলিয়ে শুধুমাত্র অভিনয় করেছে উপন্যাসকে সম্পূর্ণ করতে। এখন সুরভি জাহাঙ্গীরের সাফল্য বিচারের দায়িত্ব সবটাই পাঠকের।