যাঁদের অভিজ্ঞতা নিয়ে এই বই, ৩৫ জনের সবাই নিয়োগপ্রত্যাশীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা বিভিন্ন পদে কর্মরত। বইটির পাতায় পাতায় রয়েছে বিসিএস পরীক্ষা, ব্যাংক জব, সহকারী জজ, সাব রেজিস্ট্রার, সাব ইন্সপেক্টরসহ বিভিন্ন তুমুল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় সফলদের স্বপ্নগাঁথা। চাকরিপ্রার্থীদের জন্য অতি মূল্যবান পরামর্শগুলো তুলে ধরা হয়েছে তাঁদের জবানিতে। সফলদের বয়ানে তাঁদের প্রস্তুতি ও চাকরি পরীক্ষার নানা অভিজ্ঞতা নিয়োগপ্রার্থীদের অনেক কাজে লাগবে। বইটি হাতে থাকলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের পেছনে ছুটতে হবে না। পুরো বই জুড়েই রয়েছে সফলদের চাকরি পাওয়ার অভিজ্ঞতা। যাদের চাকরি হচ্ছে না কিংবা অপছন্দের চাকরিতে থেকে জুতসই চাকরি খুঁজছেন, হতাশা কাটিয়ে তাদের প্রেরণার উৎস হবে বইটি। লেখকের তত্ত্বাবধানে লেখাগুলি গ্রন্থনায় সহযোগিতা করেছেন গণমাধ্যমকর্মী ও ফিচার লেখক রায়হান রহমান, পাঠান সোহাগ, সোহানুর রহমান, তামান্না তাবাসসুম ও তাহ্সীন উদ্দীন। মেধা, অধ্যাবসায়, পরিশ্রম, একাগ্রতা, সাধনার সমন্বয় ঘটিয়ে যাঁরা সফল, বইটিতে রয়েছে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও সাফল্য লাভের টেকনিকের বর্ণনা। এসব অভিজ্ঞতা চাকরিপ্রার্থীদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বাতিঘরের মতোই পথ দেখাবে।
শিশুসাহিত্যিক, গল্পকার, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার। লেখালেখিতে হাতেখড়ি ইশকুলবেলায়। ছোটদের রাজ্য রঙিন করতে লিখছেন দুই যুগ ধরে। লিখেন বড়দের জন্যও। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য লিখছেন দুই দশকের বেশি সময় ধরে। শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা ছাপা হয়। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণিতে পড়া অবস্থায় বেরোয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। প্রকাশিত গ্রন্থ ১২টি। দুটি শিশু-কিশোর গল্পগ্রন্থ, বেশিরভাগ গ্রন্থ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক। প্রকাশের অপেক্ষায় বেশ কয়েকটি গ্রন্থ। লেখকের জন্ম ৩০ জুন, জামালপুরের সরিষাবাড়িতে। সেখানেই কেটেছে দূরন্ত শৈশব-কৈশোর। বাবা আলহাজ্ব এম. এ. কুদ্দুস সরকার ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা খাতুন পেয়েছেন ‘রত্নগর্ভা’ পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সাংবাদিকতায় উচ্চতর ডিপ্লোমা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে। বিশ্ববিদ্যালয় জীবনে বেছে নেন সাংবাদিকতা। কাজ করেছেন শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও কালের কণ্ঠে। সম্পাদনা করছেন দরকারি তথ্যভিত্তিক পোর্টাল ‘ইনফোপিডিয়া’। বর্তমানে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সহধর্মিনী মোহসিনা হোসাইন একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। অবসর কাটে বই পড়ে, সিনেমা দেখে। স্বপ্ন দেখেন এক নতুন বাংলাদেশের, যেখানে অপার সম্ভাবনা।