পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার প্রচলিত রীতি-নীতি, নিয়মাবলি, আদর্শ, আইন, আচার-আচরণ এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে যে সকল প্রথা-বিধান স্থিতি লাভ করে তাকে সমাজের মূল্যবোধ হিসেবে চিহ্নিত করা হলেও কার্যক্ষেত্রে নারী ও পুরুষের জন্য তা ভিন্নভাবে প্রয়োগ করা হয়; যা লিঙ্গ-বৈষম্যের সৃষ্টি করে। এ কারণে সভ্যতা এবং উন্নয়নের প্রতিটি পর্যায়ে নারী ও পুরুষের সহাবস্থান সত্ত্বেও সংশ্লিষ্ট ক্ষেত্রে নারীর অবস্থান, অবদান, অধিকার, সম্ভাবনা ও উন্নয়নের পৃথক মূল্যায়ন প্রয়োজন হয়। এ বইতে জেন্ডার, নারী, উন্নয়ন, নারী উন্নয়নের তত্ত্ব, পদ্ধতি, প্রস্তাবনা, ইতিহাস এবং স্থানীয় সরকার বিষয়ক ধারণা উপস্থাপন ও মূল্যায়ন করতে আমার পিএইচ.ডি অভিসন্দর্ভসহ বিভিন্ন উৎসের সহায়তা নিয়েছি। সকল শ্রেণির পাঠকের কথা বিবেচনা করে গ্রন্থটির প্রথমে স্থানীয় সরকার, নারী, নারীবাদের তত্ত্ব-পদ্ধতি ও উন্নয়ন বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে। স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের চাহিদা পূরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পরিকল্পনা গ্রহণে বইটি সহায়ক হলে আমার প্রচেষ্টা সার্থক বিবেচনা করবো। যাদের প্রেরণা, শ্রম ও নিয়মিত পঠনে আমার প্রাবন্ধিক পরিচয়, তাদের বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকাশক মো. হাবিবুর রহমান, কবি শামীম সিদ্দিকী, রনজু রাইম আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন।