ডক্টর ম্যাথিউ হিলার তার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একজন পথিকৃত প্রতিভাধর এই নিউরোসার্জনের পরবর্তি কেসটি শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত একজন রোগীকে নয়, এটি সিলভিয়া – তার একমাত্র ভালবাসাকে বাঁচানোর শেষ চেষ্টা !
ইতালীর অন্যতম ধণ্যাঢ্য ব্যক্তি নিকো রিনালদির স্ত্রী সিলভিয়া তার স্বামীর সাথে যখন তার চেম্বারে প্রবেশ করল, ম্যাথিউ দেখল, সে দেখতে সেই আগের মতোই সুন্দরী আর আকর্ষণীয়া। প্রায় বিশ বছর আগে মানবতার সেবায় আফ্রিকার প্রত্যন্ত এক অঞ্চলে বিশেষ এক চিকিৎসা মিশনে একত্রে কাজ করার সময় তারা গভীর প্রেমে পড়ে যায় কিন্তু ঘটনাক্রমে তাদের বিয়ের ঠিক আগ মুহুর্তে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তার রহস্যময় অন্তর্ধানের বিষয়টি ম্যাথিউর কাছে আজও অজানাই রয়ে গেছে, তাকে না পাওয়ার বেদনটা এখনো তাকে তাড়িয়ে বেড়ায়।
একজন ডাক্তার হিসাবে তাকে সারিয়ে তোলার জন্য ম্যাথিউকে সর্বোচ্চ প্রচেষ্টা করতেই হবে আবার অন্যদিকে একজন প্রত্যাখ্যাত প্রেমিক এবং একজন বিবাহিত পুরুষ হিসাবে তাকে তার অতীতকেও ভুলে যেতে হবে।
যদি তাকে সারিয়ে তুলতে পারে, তাহলে কী হবে, ম্যাথিউ সেটা ভাবতেও সাহস করেনা !