জেফরি আর্চারের ছয়টি বেস্ট সেলার ছোটগল্পের বইয়ের আটাত্তরটি গল্প থেকে অনুবাদক সাসপেন্স, কমেডি, ক্রাইম, থৃলার, ড্রামা, ইত্যাদি বিভিন্ন ঘারানার তার মতে “সেরা” আঠারটি গল্প নির্বাচন করে অনুবাদ করেছেন।br br “ব্লাইন্ড ডেট” গল্পে ট্রেভাথানের জন্য রেস্টুরেন্টে অচেনা আগন্তুক মেয়েটির সাথে কথোপকথনের শেষে গিয়ে কী চমকটা অপেক্ষা করছিল; brbr “বেটার দ্য ডেভিল ইউ নো” পরাবাস্তব গল্পটিতে ব্যাংকের চেয়ারম্যান, মিস্টার ডে এথ এর সাথে কী চুক্তি করেছিলেন বা তার ফলাফলে তিনি কী পেলেন; br লোভে পড়ে একটা ক্রস কানেকশানের কথোপকথন শুনে “সামথিং ফর নাথিং” গল্পে জেক কী বিপদে পড়েছিল; br শক্ত একটা অ্যালিবাই থাকার কারণে “অ্যালিবাই” গল্পে কীভাবে খুন করেও পিট পার পেয়ে গেল; br নাইজেরিয়ার নতুন অর্থমন্ত্রী ইগনাটিয়াস “ক্লিন সুইপ ইগনাটিয়াস” গল্পে দেশ থেকে দুর্নীতি ঝেঁটিয়ে বা সুইপ করে বের করতে পেরেছিলেন, নাকি…; br পরকিয়া প্রেমে লিপ্ত আনা স্বামীর কাছে হাতেনাতে ধরা পড়ে গিয়েও তার উপস্থিত বুদ্ধির কারণে কীভাবে “দ্য লেটার” গল্পে পার পেয়ে যায়; br অত্যন্ত হৃদয়স্পর্শকারী গল্প “অ্যা চেঞ্জ অব হার্ট” এ সারাজীবন বর্ণবাদে বিশ্বাসী স্টোফেলের জীবন অবশেষে একজন কালোর দান করা হৃৎপিণ্ডের কারণেই বেঁচে গেলে তার মানসিকতা কীভাবে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়, কারণ, “কালোদেরকে স্টোফেল মেনে নিতে না পারলেও তার শরীর ঠিকই হৃৎপিণ্ডটিকে গ্রহণ করে নিয়েছে”! br এধরণের আঠারোটি গল্প রয়েছে বইটিতে।