"২১ শতাব্দীর শিক্ষা বিজ্ঞান" বইয়ের ফ্ল্যাপের লেখা: ২১ শতাব্দীর শিক্ষা বিজ্ঞান বইটি বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে গবেষণামূলক একটি গ্রন্থ। যেখানে শিক্ষা বিষয়ক বেশ কিছু আলােচনা হয়তাে শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে কিছু প্রশ্নের উত্তর হিসেবে কাজ করবে। এই বইটিতে যুক্তি ও বৈজ্ঞানিক উপায়ে কিছু সমস্যা আলােচনাসহ সমাধানের চেষ্টা করা হয়েছে যেখানে, ছাত্রছাত্রী, শিক্ষক, স্কুল প্রশাসক ও অভিভাবকের মধ্যে মৌলিক কিছু ধারণা পরিষ্কার হবে। যেমন: শিক্ষা অর্জন করতে ছাত্রছাত্রীদের কিভাবে সাহায্য করবেন, প্রযুক্তির ব্যবহারে কিভাবে স্কুলের সমস্যার সমাধান হবে, মনােবিজ্ঞানের সাহায্য নিয়ে টিচার ও স্কুল এডমিনিস্ট্রেটর ট্রেনিং কিভাবে হবে এবং একটি স্কুল বিল্ডিং এর ক্ষেত্রে কি কি প্রয়ােজন এই বিষয়গুলাে বিস্তারিত পাবেন। শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ, যেখানে একজন মানুষের ব্যক্তিত্ব ও ব্যক্তিস্বাতন্ত্র বিষয়টি আলােকপাত করা হয়েছে। শিক্ষা এমন এক সরঞ্জাম যা দিয়ে আপনি আপনার ভিতরের মনােভাবের সঠিক প্রয়ােগ দেখতে আর বিভ্রান্তকর মনমানসিকতা থেকে আলাের পথ পরিষ্কার করতে সক্ষম হবেন। ২১ শতাব্দীর শিক্ষা বিজ্ঞান বইটির উদ্দেশ্য দেশ ও জাতির জন্য শিক্ষার সুস্পষ্টতা ও অগ্রগতি।
বিদিতা রহমান, নিউইয়র্কের সেন্ট জব্দ বিশ্ববিদ্যালয়ে স্কুল বিভিং লিডারশিপ শিক্ষা বিজ্ঞান বিষয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্স শেষ করেন, এবং পিএইচডি রিসার্চের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। শিক্ষা গবেষণায় বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছেন। বিদিতা রহমান গত চার বছর যাবৎ এডুকেশন, এডুকেশনাল টেকনোলজি এন্ড সাইকোলজি, এডুকেশনাল পলিসি, টিচিং এন্ড লার্নিং, লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট বিষয়ক গবেষণা ও প্রাকটিস করছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের ট্রেনিং করেছেন হায়ার এডুকেশন পেডাগোজি টিচিংয়ে এবং তাঁর পোর্টফোলিও সফল ভাবে অনুমোদিত হয় এবং তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট অর্জন করেন।। বিদিতা রহমান কাব্য ও সাহিত্য চর্চা করেন এবং দ্বিভাষায় গ্রন্থ বেরিয়েছে বাংলাদেশসহ আমেরিকাতেও। তিনি নিউ ইয়র্ক শহরের কাউন্সিল থেকে ২০১৮ সালে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে সিটি কাউন্সিলের সম্মানিত পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে সাহিত্য ও লেখার ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য জেমিনি ম্যাগাজিন, নিউইয়র্কে বিদিতাকে সম্মাননা প্রদান করেন। ২০১৮ সালে তিনি নিউইয়র্ক সিটির উত্তর আমেরিকান বাংলাদেশি কমিউনিটি থেকে সেরা কমিউনিটি লেখক হিসাবে এনআরবি লেখক পুরস্কার অর্জন করেন। ২০১২ সাল থেকে পত্রপত্রিকায় লেখালেখি করছেন। তিনি বাংলাদেশের দি ডেইলি নিউ নেশন এ দীর্ঘদিন যাবৎ লিখছেন। তিনি প্রতিনিয়ত লেখেন বিভিন্ন সংবাদপত্রে নিবন্ধ এবং কলামে। বর্তমানে নিউইয়র্কের সাপ্তাহিক প্রবাস নিউইয়র্ক ও বাফালো বাংলা পত্রিকায় এডুকেশনাল রিসার্চ রাইটার ও কলামিস্ট হিসেবে চার বছর যাবৎ এবং শিক্ষা, মনোবিজ্ঞান ও ব্যবসা বিষয়ক কার্যক্রম বিষয়ে গবেষণা ও লেখালেখি করছেন।