লেখক আদনান সিদ্দিকী বর্তমান সময়ের জনপ্রিয় লেখক। আদনান সিদ্দিকীকে চিনে না এমন লোক খুঁজে পাওয়া খুবই ভার। পাড়া, মহল্লা, অলি-গলি, গ্রামগঞ্জ, রাস্তাঘাট এমন কি চায়ের দোকানের আড্ডায় আদনান সিদ্দিকীর নাম ভেসে বেড়ায়। কেনো তাঁর নাম ভেসে বেড়াবে না? সাহিত্যের কোন শাখায় তাঁর বিচরণ নেই? কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক সকল শাখায় তার বিচরণ লক্ষ্যণীয়। সাহিত্যের সকল শাখায় পাঠকদের মন কেড়েছে এই আদনান সিদ্দিকী। দেশের চারপাশে আনাচে কানাচে তাঁর নাম ডাক ছড়িয়ে পড়েছে। এখন সাহিত্য পাড়ায় বিখ্যাত একটি নাম আদনান সিদ্দিকী। সে এখন বিখ্যাত। জনপ্রিয়তার তকমা এখন তার নামের পাশে জড়িয়ে গেছে। বয়স ত্রিশ ছুঁই ছুঁই। এখনো অবিবাহিত। আদৌ বিয়ে করবে কি না কবি মন নিজেও হয়তো জানে না। যখন তিনি ভার্সিটি প্রথম বর্ষের ছাত্র তখন তাঁর প্রথম বই প্রকাশিত হয়। তারপরের দুই বছর আরো দুইটি বই। এভাবেই সাহিত্য জগতে তাঁর প্রবেশ। আর এখন তো শত শত বই। প্রতি বছর বই মেলায় তাঁর নতুন বইয়ের প্রতি পাঠকদের বাড়তি আকর্ষণ থাকে। আদনান সিদ্দিকী, সাহিত্যিক মন নীরবে নির্জনে একা একা বসে ভাবে। আজ চারদিকে আমার কত খ্যাতি, কত সুনাম । আজ আমার কোনো কিছুর অভাব নেই টাকা , পয়সা , বাড়ি , গাড়ি। না কোনো কিছুর অভাব নেই। কিন্তু ! এই সকল খ্যাতি, বাড়ি, গাড়ি যদি পাঁচ-ছয় বছর আগে থাকতো। তাহলে হয়তো আমার জীবন অন্য রকম হতো।