‘পায়রা ওড়ে রঙিন ভোরে’ ছোটদের উপযোগী কবিতা গ্রন্থ। সহজ-সরল, সাদামাটা বাক্য বিন্যাসে তাঁর কবিতাগুলো প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে, যা ছোট-বড় সব পাঠকের ভালো লাগবে। কবিতাগুলোতে ছড়িয়ে রয়েছে মা, মাটি, মাতৃভ‚মির সোঁদা ঘ্রাণ। আমাদের স্বদেশ, প্রকৃতি, শিশুর ভাবনা, খেলাধুলা, দুষ্টুমি এমন নানা বিষয়কে আশ্রয় করে গড়ে উঠেছে তাঁর কবিতার অবয়ব । কবিতাগুলোতে ধরা পড়েছে শিশু-কিশোরের স্বাভাবিক সারল্য, যা মিশে আছে লেখকের মন-প্রাণ জুড়ে । আপাদমস্কক সঙ্গীত শিল্পীর হাতে ছন্দময় ছড়া পাঠকের ভালো না লেগে পারে না। সব শ্রেণির পাঠকের ভালোলাগায় সিক্ত হবে কেশব জিপসীর কবিতা, এ আশা আমরা করতেই পারি। তাঁর কবিতার ছন্দে দুলে উঠুক পাঠক মন। - জসীম মেহবুব শিশুসাহিত্যিক‘পায়রা ওড়ে রঙিন ভোরে’ ছোটদের উপযোগী কবিতা গ্রন্থ। সহজ-সরল, সাদামাটা বাক্য বিন্যাসে তাঁর কবিতাগুলো প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে, যা ছোট-বড় সব পাঠকের ভালো লাগবে। কবিতাগুলোতে ছড়িয়ে রয়েছে মা, মাটি, মাতৃভ‚মির সোঁদা ঘ্রাণ। আমাদের স্বদেশ, প্রকৃতি, শিশুর ভাবনা, খেলাধুলা, দুষ্টুমি এমন নানা বিষয়কে আশ্রয় করে গড়ে উঠেছে তাঁর কবিতার অবয়ব । কবিতাগুলোতে ধরা পড়েছে শিশু-কিশোরের স্বাভাবিক সারল্য, যা মিশে আছে লেখকের মন-প্রাণ জুড়ে । আপাদমস্কক সঙ্গীত শিল্পীর হাতে ছন্দময় ছড়া পাঠকের ভালো না লেগে পারে না। সব শ্রেণির পাঠকের ভালোলাগায় সিক্ত হবে কেশব জিপসীর কবিতা, এ আশা আমরা করতেই পারি। তাঁর কবিতার ছন্দে দুলে উঠুক পাঠক মন। - জসীম মেহবুব শিশুসাহিত্যিক