৩১ ডিসেম্বর, চট্টগ্রাম জেলার দক্ষিণ আগ্রাবাদের আবিদার পাড়া (বর্তমান সিডিএ আবাসিক এলাকা) শিশুসাহিত্যিক সালাম সৌরভ জন্মগ্রহণ করেন। ছড়া ও গল্প দুটো শাখায় তিনি বেশ পারদর্শীতার পরিচয় দিয়ে থাকেন। পেশায় শিক্ষকতা হওয়ার কারণে শিশুদের মনোজগতে তিনি অবলীলায় ডুব দিতে পারেন। তাঁর আগের বইগুলো থেকেই আমরা এই ধারণা নিতে পারি। মহাবিশ্ব নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। গবেষণা যতই বাড়ছে, মহাবিশ্বের বিস্ময় এবং কৌতূহল ততই বাড়ছে। বিজ্ঞানীরা ভিন্নগ্রহে প্রাণির অস্তিত্ব এখনো খুঁজে না পেলেও সায়েন্স ফিকশন লেখকেরা তাঁদের কাল্পনিক মস্তিষ্কে প্রাণীর সাথে যোগাযোগটা ঠিকই ছুঁয়ে দিতে সক্ষম হয়েছেন। তাঁরা মানবাকৃতির মানুষের সাথে, রবোটের সাথে, বিজ্ঞানের আধুনিক যন্ত্রাদির সাথে পরিচিত হয়ে, বিশ্বাসযোগ্য কাহিনি বুননে সফলতাও পেয়ে চলেছেন। বাংলাদেশে যাঁরা সায়েন্স ফিকশন লিখছেন তাঁদের সাথে নতুন করে কাঁধ মিলিয়েছেন কবি ও ছড়াকার সালাম সৌরভ। তাঁর লেখা ‘ডোডো’ কাহিনি চিত্রটা পরতে পরতে দুলিত হয়েছে, টান টান চমৎকার কৌতূহল সৃষ্টি হয়েছে, কিশোর এবং তরুণ পাঠকের চাহিদা পুরণে সক্ষম হবে বলে আমার বিশ্বাস জন্মেছে। সালাম সৌরভের এই বইটি পাঠক প্রিয়তার সুউচ্চ আসনে স্থান করে নেবে আমি মনে করি। আলী আসকর (গল্পকার)