নিজেকে আয়নার সামনে দাঁড় করালে নিজের প্রতিচ্ছবির একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। নিজেকে লুকোচুরির ভেতর ঘুরপাক খাওয়ানাের কোনাে সুযােগ থাকে না। ‘ভাষাশহিদ ও ভাষা আন্দোলনের ডায়েরির পাণ্ডুলিপিটা পড়ে ভাষা আন্দোলনের পুরাে আয়নাটাই যেন লেখক আল জাবিরী আমাদের সামনে তুলে ধরেছেন। দিন-তারিখ-সময়কে ধারণ করে, পৃষ্ঠার ভাঁজে ভাঁজে এমন নিখুঁত এবং সাবলীলভাবে তুলে ধরেছেন যা অন্যক্ষেত্রে সচরাচর আমরা দেখি না। আল জাবিরী কবিতার যতাে ইতিহাসেরও সচেতন পর্যবেক্ষক। ইতিহাস পর্যবেক্ষণে তিনি অত্যন্ত সতর্কভাবে পা ফেলেছেন। ভাষা আন্দোলনের নিপাট চিত্রটা একজন প্রত্যক্ষ সাক্ষীর মতােই ধরা দিয়েছে তার কাছে। ইতিহাসের ঘটনাগুলাে কোনােভাবেই কোথাও হোঁচট খায়নি। এ কারণেই ভাষা আন্দোলনের তার এই বইটি সময়কে ধারণ করবে এবং জীবন্ত ডায়েরির মতােই কাজ করবে। ‘ভাষাশহিদ ও ভাষা আন্দোলনের ডায়েরি’ ভাষাশহিদের জীবনীগুলাে পাঠক স্পষ্টভাবে প্রত্যক্ষ করবে। বয়স্করা তাে বটেই, কিশাের-তরুণরাও ইতিহাসের সঠিক তথ্যগুলাের সাথে পরিচিত হবে এবং সচেতনতার সাথেই তাঁরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আল জাবিরীর এই বইটি নিঃসন্দেহে আমাদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে, ফুরফুরে সাবলীল ভাষার কারণেই বইটি সব বয়সের পাঠকের কাছে সমাদৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।