বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অলংকার হল কবিতা । সভ্যতার ঊষালগ্ন থেকে ভাষার সুন্দর সুন্দর শব্দচয়নে অলংকৃত হয়ে কবিতা পাঠকের মনোরঞ্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে । যুগ যুগ ধরে কবি মনের আবেগোত্থিত অনুভুতি, উপলব্দি ও চিন্তা-চেতনা কবিতার মাধ্যমে বিকশিত হয়ে পাঠকদের আলোর পথ দেখিয়ে আসছে । এই বইটিতে রুপায়িত কবিতাসমুহ আমার মনের অব্যক্ত কথাগুলোর নিঃশব্দ শব্দ স্ফুরণ । সভ্যতার কল্যাণ ও মঙ্গলার্থে আমার মনের ভাবনা সমুহকেই কবিতায় রূপ দেয়ার চেষ্টা করেছি । মানুষের প্রতিটি চিন্তা-চেতনা ও কাজে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সুখ- দুখ, আলো-আঁধার, প্রেম-অপ্রেম, অমৃত-অনল পাশাপাশি আবস্থান করে । মানুষের মাঝেই অসীম-সসীমের খেলা চলে প্রতিনিয়ত । মুহূর্তে মুহূর্তেই মন রঙ বদলায়, বদলায় ভাবনার জগতও । আমার মনের অতল গহ্বরে প্রোথিত ভাবনা ও বিবেকবানীকে আমি যেমনভাবে উপলব্দি বা অবলোকন করেছি ঠিক তেমনিভাবেই এই বইটিতে কবিতার আকারে রুপায়ণের চেষ্টা করেছি । এই বইটিতে লিখা আমার কবিতাগুলো গতানুগতিক কবিতা থেকে আলাদা স্বাদ এনে দিবে এবং আগামি প্রজন্মকে আলোকবর্তিকার ন্যায় পথ দেখাতে সাহায্য করবে, সেই সাথে আলোর পথের পথিক হতে উৎসাহিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস । আমার এই বিশ্বাসের যথার্থতা বিচারের ভার আমি পাঠকদের উপর ছেড়ে দিলাম কারণ পাঠকবৃন্দ যথার্থ বিচারক । এই কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা ইউটিউবে আবৃত্তিমেলায় শোনতে পাবেন ।
জন্ম ১৯৮২ সালে ১ লা মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় । শৈশবের কিছুটা সময় ব্রাহ্মণবাড়িয়ায় কাটলেও পরবর্তীতে বেড়ে ওঠা ও পড়াশুনা ঢাকাতেই । অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করার পর বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ডি.ও.এইচ.এস. মহাখালি, ঢাকা সেনানিবাস, এ শিক্ষক হিসাবে কর্মরত আছেন । লিখালিখি তার শখ ও নেশা এবং মানসিক আনন্দের খোরাক । এই অস্তিত্বের মানে ও অসীমের আহ্বান দুই’ই তাকে প্রশ্নজালে আবদ্ধ করে অহরহ । সেই সাথে পরিবেশ-প্রকৃতি ও সামাজিক জীব হিসাবে আবেগ-অনুভুতি এবং চলার পথে যা দৃষ্টিগোচর হয় তাও তাকে লিখালিখিতে অনুপ্রাণিত করে । বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বিভিন্ন শিল্প-সাহিত্য গ্রুপে তিনি নিয়মিত লিখালিখি করে প্রশংসিত হয়েছেন । ২০১৯ সালের অমর একুশে বইমেলায় তার একক কাব্যগ্রন্থ ”মনের জানালা “ প্রকাশিত হয়েছে । এছাড়াও ১৯১৮ সালে অমর একুশে বই মেলায় তার একাধিক লিখা যৌথভাবে বিভিন্ন বইয়ে প্রকাশিত হয়েছে । গ্রন্থসমূহঃ তাহাদের শব্দপ্রপা্ত এবং পোস্টবক্স সংকলন , গ্রাফাইটের গুঞ্জন, নিষিদ্ধ নরক এবং অপেক্ষার চোখে জল , শতডানার প্রজাপতি , জানালা এবং পূজা উপলক্ষে ‘খেরোখাতা’ । তিনি লিখালিখির পাশাপাশি ঘুরে বেড়াতেও ভালোবাসেন ।