"প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ" বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ ‘প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট' এবং ‘প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ' বই দুটির ব্যাপক পাঠকপ্রিয়তার পর প্রিসেপটর্স টিমের অনেক পরিশ্রমের ফসল ‘প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ’ (TBR) বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিসিএসসহ যে কোন প্রতিযােগিতামূলক চাকুরির প্রিলিমিনারি পরীক্ষার সমসাময়িক প্রশ্নের ধাঁচ বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিকাংশ প্রশ্নই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বাের্ড বই ভিত্তিক তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উল্লেখ্য যে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে প্রায় ৪০টির অধিক বাের্ড বই থাকায় পরীক্ষার্থীরা বুঝে উঠতে পারছেন না যে কোন বই থেকে কোন অংশটি পড়বে; কোন বইয়ের কোন অংশটি দরকারি, আর কোন অংশটি দরকারি নয়। আবার একজন পরীক্ষার্থীর পক্ষে এতগুলাে বাের্ড বই কেনা ও বুঝে পড়া অনেক খরচসাপেক্ষ এবং সময়সাপেক্ষ ব্যাপার। ফলে প্রশ্নের উৎস পরীক্ষার্থীদের জানা থাকা সত্ত্বেও তারা পরীক্ষায় আশানুরূপ ফল লাভ করতে পারছে না। পরীক্ষার্থীদের এ সকল সমস্যার কথা মাথায় রেখেই প্রিসেপটর্স টিম ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রাসঙ্গিক সকল বাের্ড বই থেকে দরকারি তথ্যগুলাে নিয়ে দিন-রাত পরিশ্রম করে রচনা করেছে TBR, যা পরীক্ষার্থীদের উল্লিখিত সমস্যাগুলাের One Stop Solution হিসেবে কাজ করবে। বইটি আত্মস্থ করতে পারলে বিসিএস, ব্যাংকসহ যে কোন প্রতিযােগিতামূলক চাকুরির প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা আশা করছি, যে কোনাে প্রতিযােগিতামূলক পরীক্ষায় স্বল্পসময়ে আপনার সর্বোত্তম ও কাঙ্ক্ষিত প্রস্তুতি গ্রহণে ‘প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ (TBR) কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, বইটি মূলত প্রিলিমিনারি পরীক্ষার (MCQ ভিত্তিক) জন্য রচিত হলেও লিখিত ও ভাইভা পরীক্ষার জন্যও বইটি পরীক্ষার্থীদের একটি শক্ত ভিত্তি (Basic) গড়ে দিবে। এই বইটি মূলত ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির বিভিন্ন পাঠ্য বই থেকে নেওয়া প্রতিযােগিতামূলক চাকুরি পরীক্ষা উপযােগী গুরুত্বপূর্ণ তথ্য সংকলন; এটি কখনেই বাের্ড বই এর বিকল্প নয়।