“তোমাদের জন্য আমার নবী এর জীবনে রয়েছে উত্তম আদর্শ”। একবিংশ শতাব্দীতে এসে মুসলমানদের জন্য সর্বোত্তম চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে সত্যিকারের মুসলিম হিসেবে উপস্থাপন করা। একজন প্র্যাকট্রিসিং মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একজন মুসলিম তখনই স্বার্থক, যখন সে তার জীবন ব্যবস্থাকে ইসলামের পক্ষে বিজ্ঞাপন হিসেবে দাঁড় করাতে পারবে। আর এই চারিত্রিক চ্যালেঞ্জের সর্বোচ্চ স্বার্থকতা আসবে তখন, যখন একজন মুসলিমের চরিত্রে নবিজীর প্রতিদিনের রুটিন প্রতিফলন করতে পারবে। আহমেদ ভন ডেনফার বইটিতে এমনভাবে নবিজির ডেইলি লাইফ এঁকেছেন যেন নবিজির জীবন ব্যবস্থা আপনার কাছে পুরোপুরি দৃশ্যমান।আশা করা যায় এই বইটি আপনাকে নবিজির জীবন ব্যবস্থা রপ্ত করতে যথেষ্ট সহায়ক হবে। সিদ্দিক স্বপন একজন তরণ লেখক। ১৪ এপ্রিল ১৯৯৮ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট পড়াশুনা করছেন। অন্ধকার থেকে সদ্য আলোর সন্ধান পাওয়া সিদ্দিক স্বপন বুঝতে চেষ্টা করছেন জীবনকে। তার কাজ করার আগ্রহ অন্ধকারাচ্ছন্ন, দিশাহীন, তঁপড়াতে থাকা আত্মাগুলোকে নিয়ে। তার লেখনীর প্রশংসা এই জন্যেই করা লাগে যে, অতি মনোমুগ্ধতায় এই বইটির প্রতিটি হাদীস অনুবাদ করেছে সহজ সাবলীল ভাষায় যা আপনাদের সামনে নবিজির ডেইলি লাইফ দৃশ্যমানে যথার্থ ভূমিকা রাখবে।
আহমদ ভন ডেনফর বর্তমান বিশ্বের একজন নন্দিত ইসলামী চিন্তাবিদ। ১৯৪৯ খ্রিষ্টাব্দে তিনি জার্মানীতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে মাত্র ২২ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ১৯৭২-১৯৭৮ খ্রি. পর্যন্ত তিনি ‘Islamic studies and ethnology’ বিভাগে জার্মানীর University of Mainz এ লেখাপড়া করেন। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ১৯৭৮-১৯৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত The Islamic Foundation, UK-তে Research Associate হিসেবে কাজ করেন। এ প্রতিষ্ঠানে তিনি বিখ্যাত ইসলামী চিন্তাবিদ খুররম জাহ্্ মুরাদ-এর তত্ত্বাবধানে ইসলামের ওপর গবেষণা শুরু করেন। এরপর থেকে তিনি বিভিন্ন বিষয়ে বহু গবেষণা গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো Islam for Children, Translation of Quran in German Language, Ulum al Qur'an: An Introduction to the Sciences of the Qur'an, Literature on Hadith in European Languages Ges Research in Islam: Basic Principles and Practical Suggestions ইত্যাদি। লেখা ও গবেষণাকর্মের পাশাপাশি ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন ইসলামী সংস্থার সাথে নিরলসভাবে কাজ করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে The Islamic Foundation-UK, Islamic Center of Munich, Muslim Aid International, International Islamic Charitable Foundation-Kuwait, Muslime Hilfe উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানে তিনি Chairman, Director, Advisor এবং Researcher হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধারে গবেষক, চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ এবং সমাজসংস্কারক। রাসূলের (সা.) জীবনপদ্ধতি অনুসরণ করার তাগিদ দিয়ে লেখা তাঁর জীবনের প্রথম বই A Day with the Prophet. পয়গম্বর মুহাম্মদ (সা.) এর লেখক পরিচিতি জয়নুল আবেদীন রাহনুমা ইরানের নেতৃস্থানীয় জনপ্রিয় ব্যক্তিদের একজন। তিনি ছিলেন ইরানের একজন প্রভাবশালী সুন্নি মুসলিম। শিয়া সমাজেও তিনি অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা ও পণ্ডিত হিসেবে দেশ ও সমাজের প্রশংসনীয় সেবাদান করে গিয়েছেন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য তথা উভয় সংস্কৃতির সাইে সুপরিচিত ছিলেন। দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি একজন সক্রিয় সাংবাদিক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন। ১৯১৬ সালে The Daily Iran প্রকাশের পর থেকেই তিনি এর সাথে জড়িত ছিলেন। ১৯২১ সালে তিনি এই পত্রিকার মালিক হন। এরপর তাঁর প্রধান কাজ হয় স্বাধীন দৈনিক হিসেবে এর প্রকাশনা চালিয়ে নেয়ার জন্য সরকারের সাথে এর অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। স্পষ্টবাদী আচরণের জন্য ১৯৩৫ সালে পত্রিকার ব্যবস্থাপনার দায়িত্ব অন্যের হাতে অর্পণ করে তাঁকে ইরান ছাড়তে হয়। কিন্তু ১৯৪১ সালে মরহুম রেজা শাহের সিংহাসন ত্যাগের পর রাহনুমা দেশে ফিরে এসে পত্রিকাটির দায়িত্বভার পুনরায় গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ইরানের সকল প্রভাতী পত্রিকার মধ্যে এটি শীর্ষস্থানীয় মান অর্জন করে। রাহনুমা ঐ সময়ের পর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। এগুলোর মধ্যে ১৯৪২ সালে ডেপুটি প্রাইম মিনিস্টার, ১৯৪৫ সালে প্যারিসের ইরান দূতাবাসে ইরানিয়ান মিনিস্টার এবং ১৯৪৬ সালে সিরিয়া, লেবানন ও ট্রান্সজর্দানের মিনিস্টারের পদমর্যাদার কথা উল্লেখযোগ্য। এছাড়া তিনি ইরানের মজলিশ বা নিম্নপরিষদে বহু বছর ধরে ডেপুটি এবং সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। নবি সা.-এর জীবনী লেখা শুরু হয় তাঁর নির্বাসিত জীবনে। তাঁর প্রণীত জীবনীগ্রন্থের প্রথম খণ্ডটি প্রকাশিত হয় ১৯৩৭ সালে দামেস্কে, দ্বিতীয়টি ১৯৫৩ সালে তেহরানে এবং তৃতীয়টিও ১৯৫৬ সালে তেহরানে।