গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন - এসএসসসি লেভেল (পেপারব্যাক)
সৃজনশীল ধারায় নতুন পাঠ্যক্রমের আলোকে পদার্থবিজ্ঞান ও রসায়নের গাণিতিক সমস্যাসমূহের Concept Wise Exclusive সমাধান নিয়ে রচিত “গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন” ৫ম সংস্করণ বইটি।
গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন - এসএসসসি লেভেল। বইটি রচনা ও সম্পাদনা করেছেন রয়েল সম্পাদনা পর্ষদ। সৃজনশীল ধারায় নতুন পাঠ্যক্রমের আলোকে পদার্থবিজ্ঞান ও রসায়নের গাণিতিক সমস্যাসমূহের ধারণা অনুযায়ী বিশেষ সমাধান নিয়ে রচিত ‘গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন’ বইটি। পদার্থবিজ্ঞান ও রসায়নের সর্বশেষ সাত বছরের SSC পরীক্ষার প্রশ্নপত্রের বিশ্লেষণ করলে দেখা যায় যথাক্রমে প্রায় ৭০ পার্সেন্ট ও ২০ পার্সেন্ট প্রশ্ন পদার্থবিজ্ঞান ও রসায়নের গাণিতিক বিষয়গুলো থেকেই হয়ে থাকে। বিশেষ করে সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক অংশে অধিকাংশ ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্রসমূহের উপর ভিত্তি করে বিভিন্ন গাণিতিক সমস্যা দেওয়া থাকে। আবার রসায়নের যেসব অধ্যায়ে গাণিতিক সমস্যাবলি রয়েছে সেসব অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের একই অংশে রসায়নের গুরুত্বপূর্ণ সূত্রসমূহের উপর ভিত্তি করে বিভিন্ন গাণিতিক সমস্যা দেওয়া থাকে। রয়েল গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন বইটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সংখ্যক প্রশ্নোত্তর অনুশীলন করে পদার্থবিজ্ঞান ও রসায়নের গাণিতিক বিষয়গুলোর ওপর দক্ষতা অর্জন করে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। রয়েল গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন বইটি সাজানো হয়েছে পদার্থবিজ্ঞান (রয়েল গাণিতিক পদার্থবিজ্ঞান hsc) ও রসায়নের বাছাইকৃত গাণিতিক সমস্যার অধ্যায়ভিত্তিক এবং Concept Wise বিন্যাস করে, যেন ছাত্রছাত্রীরা খুব সহজে বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা মজবুত করে নিতে পারে এবং পর্যাপ্ত সংখ্যক গাণিতিক সমস্যা বারবার অনুশীলন করে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে। এক নজরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বইয়ের (গাণিতিক পদার্থবিজ্ঞান রয়েল hsc) প্রথমেই রয়েছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে ‘At a Glance’। এই অধ্যায়গুলোতে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ গাণিতিক ও বৈজ্ঞানিক সূত্রসমূহ, গুরুত্বপূর্ণ তথ্য, শ্রেণিবিভাগ, দুর্বোধ্য, জটিল তথ্যসমূহ দেওয়া হয়েছে। এছাড়া Concept Map, Chapter Index, শিক্ষণফল, প্রয়োজনীয় সূত্রসমূহ ইত্যাদি দেওয়া হয়েছে। তথ্য মনে রাখার শর্টকাট পদ্ধতি তথ্যসমূহ সহজে মনে রাখার জন্য বিষয়ভিত্তিক Mnemonic এবং Shortcut Technique দেওয়া হয়েছে।
অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্ন রয়েল গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন বইয়ের প্রতিটি অধ্যায়ের শুরুতে অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্ন বিশ্লেষণ দেওয়া হয়েছে। অনুশীলনী অধ্যায় শেষে Comprehensive Questions, Brainstorming Questions, practice Questions দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত সংখ্যক প্রশ্নোত্তর অনুশীলন করে পদার্থবিজ্ঞান (রয়েল গাণিতিক পদার্থবিজ্ঞান hsc) ও রসায়নের গাণিতিক বিষয়গুলাের ওপর দক্ষতা অর্জন করে পরীক্ষায় ভালাে ফলাফল করতে পারে সেই দিকে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। অধ্যায়ভিত্তিক গাণিতিক সমস্যা বইতে (গাণিতিক পদার্থবিজ্ঞান রয়েল hsc) গাণিতিক সমস্যার সমাধান ও অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট দেওয়া হয়েছে। অধ্যায়ভিত্তিক প্রতিটি প্রশ্নের সহজ সরল ও যৌক্তিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে। গাণিতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন- এসএসসি লেভেল বইটি সাজানাে হয়েছে পদার্থবিজ্ঞান ও রসায়নের বাছাইকৃত গাণিতিক সমস্যার অধ্যায়ভিত্তিক এবং Type wise বিন্যাস করে। যাতে শিক্ষার্থীরা সহজে বিভিন্ন বিষয়ে Basic concept মজবুত করে নিতে পারে এবং পর্যাপ্ত সংখ্যক গাণিতিক সমস্যা বারবার অনুশীলন করে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে।