প্রথম ফ্ল্যাপের লেখা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সারা জীবনের সংগ্রাম ও আন্দোলনে আমাদের মাতৃভূমি বাংলাদেশের অভ্যুদয়। এদেশের স্বরাজ প্রাপ্তির লক্ষ্যে ১৪টি বছর পাকিদের কারাগারে থেকেছেন। আবার তাঁর জীবন-দানে এদেশের মানুষের তাঁর কাছে ঋণের সীমা নেই। ১৯২০ সালের ১৭ই মার্চ তিনি গোপালগঞ্জ জেলার দক্ষিণের গ্রাম টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। কৈশোর থেকেই ছিলেন রাজনীতি সচেতন ব্রিটিশ ও পাকি আমলে এবং এ অঞ্চলের প্রতিটি আন্দোলনের অন্যতম পুরোধা। আবার বাঙালি স্বশাসন তথা স্বাধীনতা সংগ্রামের একমাত্র নেতা। তাঁর জীবন বৈভবপূর্ণ ও নানা ঘটনায় আকীর্ণ। তাঁর জীবন ও আদর্শ আজ বাঙালির পথ চলার পাথেয়। শতবছর পূর্তিতে আমরা তাঁকে স্মরণ করছি মুজিববর্ষের আলোয়। আগামী বছর (২০২০-২০২১) মুজিব বর্ষ স্মরণ করিয়ে দেবে তার আত্মত্যাগের কথা, বাঙালির স্বপ্নের কথা। আমরা নতুন করে উত্তর সূরিদের জানাবো মহাকাব্যিক জীবনের ঘটনা। কবি বশিরুজ্জামান বশির এই গ্রন্থটিতে সেই মহাজীবনের বেশ কিছু ঘটনা সহজ সরল ভাষায় বিধৃত করেছেন। আমার দৃঢ় বিশ্বাস বইটি ছোটবড় সকলের কাছে বিপুলভাবে সমাদৃত হবে। খালেক বিন জয়েনউদদীন ১৫ আগস্ট ২০১৯
১২ মাঘ ১৩৮০; ২৫ জানুয়ারি ১৯৭৪ বরিশাল জেলার কোতোয়ালী থানার ৭নং চরকাউয়া ইউনিয়নের পেটকাটা গ্রামে মুন্সী বাড়ির মুন্সী বংশে জন্মগ্রহণ করেন। পিতা : মরহুম রসুল আলী মুন্সী, মাতা : রওশন আরা বেগম মিনারা, সহধর্মিনী : আছিয়া বেগম আদরী, সন্তান : খাদিজা আক্তার শিউলী, মোহাম্মদ রিয়াজ মুন্সী, মোহাম্মদ রাহিম মুন্সী, মোহাম্মদ রাতুল মুন্সী। স্থায়ী বসবাস : কবি নিবাস, পশ্চিম রূপাতলী, গ্যাসটারবাইন সড়ক, ২৫নং ওয়ার্ড, বরিশাল-৮২০৭। প্রাতিষ্ঠানিক শিক্ষা : ৮ম শ্রেণি, ঝালকাঠী জেলার সরকারি শিশু সদন (এতিমখানা)। লেখালেখি শুরু : ১৯৮৮ সালে ‘গরীবের স্বপ্ন’ শীর্ষক একটি চলচ্চিত্রের কাহিনীর রূপ দিয়ে লেখালেখি শুরু এবং কবিতা, গল্প, উপন্যাসের সংখ্যা অনেক কিন্তু সুযোগের অভাবে সেগুলো মলাটবন্দি করা সম্ভব হয়নি। দিনমজুর সমাজকর্মী হলেও কবিতা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ এবং মানুষ ও মাটির ভালোবাসার টানে তিনি সমসাময়িক প্রেক্ষাপট ও অন্যান্য বিষয় নিয়ে অবিরাম লিখছেন এবং তা নিয়মিতভাবে বিভিন্ন সরকারি বেসরকারি জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। তাঁর প্রকাশিত গ্রন্থ প্রায় ১৫টি। সম্পাদিত গ্রন্থ ২৫টি। তার মধ্যে ‘আমরা সেই মুক্তিযোদ্ধা’, ‘আবার আমরা যুদ্ধে যাব’, ‘বাংলার মাটি ছাড়’, ‘এইডস্ প্রতিরোধের ছড়া’, ‘ছড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ’, ‘এসিড সন্ত্রাস প্রতিরোধের ছড়া’ উল্লেখযোগ্য। তিনি শিল্প-সাহিত্যের মাসিক কাগজ ‘সময় আনন্দ, সরল সময়’ ও ছোটদের পত্রিকা মাসিক ‘কিশোর কলম’-এর সম্পাদক।