“স্বনির্ভর বাংলাদেশ” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া ‘স্বনির্ভর বাংলাদেশ’ নাটকের বই। সিলেটের আঞ্চলিক ভাষায় বর্তমান সরকারের উন্নয়ন অর্থাৎ শেখ হাসিনার উন্নয়নে দেশের সামগ্রীক প্রেক্ষাপটের যে পরিবর্তন ঘটেছে লেখক তা নানি-নাতির কথােপকথনের মাধ্যমে সহজসরল আঞ্চলিক ভাষায় ফুটিয়ে তুলেছেন। সরকারের যুগান্তকারী উন্নয়ন খাত যেমন—কৃষি উন্নয়ন, কারিগরি শিক্ষা, একটি বাড়ি একটি খামার, শিক্ষার উন্নয়ন, প্রতিবন্ধির পাশে দাঁড়ানাে, মুক্তিযােদ্ধাদের সুযােগ-সুবিধা বৃদ্ধি, বয়স্ক ভাতা, বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তাঘাট সেতু নির্মাণ দ্বারা যােগাযােগ ব্যবস্থা, গরিব বাস্তহারাদের বাসস্থান ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থার চিত্র মনের মাধুরী দিয়ে তুলে ধরেছেন। আর এসব অগ্রযাত্রার সাফল্যে যিনি মেধা মনন ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি হলেন আমাদের বঙ্গবন্ধুর সুযােগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দুরদর্শী চিন্তা ও প্রজ্ঞায় এত উন্নয়ন এত অগ্রগতি সাধিত হয়েছে বলে লেখক তাকে অন্তস্তল থেকে সাধুবাদ জানিয়েছেন। বর্তমান বাংলাদেশ সম্পর্কে জানতে হলে যেকোনাে পাঠকের জন্য বইটি সংগ্রহ করা প্রয়ােজন।