কুরআনে বর্ণিত ফারায়েয ব্যবস্থা আট অধ্যায় বিশিষ্ট ১৮৩ পৃষ্ঠার মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন বিষয়ক একটি বই। বইটিতে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে যে;
(১) কুরআনে নাযিলকৃত ফারায়েয ব্যবস্থা আল্লাহপাকের বিধান এবং কুরআনেই পূর্ণাঙ্গ ফারায়েয ব্যবস্থা বর্ণিত হয়েছে,
(২) আল্লাহ্পাক ওয়ারিশদের তালিকা এবং বিভিন্ন মিশ্রণে তাদের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন । আর ফারায়েযের পরিসীমার লঙ্ঘনকারীকে জাহান্নমের শাস্তির কথা জানিয়ে দিয়েছেন,
(৩) তালিকাভুক্ত আট ব্যক্তি ছাড়া অন্য কোনো আত্মীয় মৃত ব্যক্তির তাজ্য সম্পত্তির ওয়ারিশ হবে না। ভাই-বোন তালিকা ভুক্ত হলেও তারা ওয়ারিশ হবেন মৃত ব্যক্তি কেবল নিঃসন্তান হলেই এবং
(৪) ওয়ারিশদের তালিকার যে কোন একজন জীবিত থাকলে তিনিই মৃত ব্যক্তির সমস্ত (বন্টনযোগ্য) সম্পত্তির মালিক হবেন; মেয়ে, স্ত্রী, ভাই যেই হোন না কেন।
কুরআনের ফারায়েয ব্যবস্থা বুঝার সুবিধার্থে ৪৫টি উদাহরণ (case studies) দেয়া হয়েছে বইটিতে। আর এসব উদাহরণগুলি থেকে আশা করা যায় পাঠক তার অবস্থার সাথে মিল খুঁজে পাবেন। ৮.১ এবং ৮.২ অনুচ্ছেদের উদাহরণগুলিতে প্রচলিত ফারায়েয ব্যবস্থার সাথে তুলনা করা হয়েছে। আর যেসব ক্ষেত্রে কুরআনের সাথে প্রচলিত ব্যবস্থায় বৈপরীত্য পাওয়া গেছে তা তুলে ধরা হয়েছে।
বইটি কাদের কাজে লাগবে: সকল মুসলমানদের; বিশেষ করে মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের এবং যারা আইনী পেশার সাথে জড়িত।
লেখক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের প্রাক্তন অধ্যাপক ও ডীন। বর্তমানে তিনি গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ডিসটিনগুইশ (Distinguish) অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।