‘বাংলাদেশে দলীয় রাজনীতি’ বিষয়ে একাডেমিক একটি গ্রন্থ রচনা সহজ কাজ নয়। রাজনীতির নানা টানাপোড়েন ইস্যু সামনে রেখেই বইটি রচিত হয়েছে। দীর্ঘ সময়ে গবেষণার ভিত্তিতে রাজনৈতিক দলের তত্ত্বগত বিশ্লেষণ সাপেক্ষে এই বইটি পাঠকদের উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশে দলীয় রাজনীতির বিদ্যমান সমস্যা-সম্ভাবনা, দলব্যবস্থার গোড়াপত্তন, সংকট, ইতিহাস এবং বিকাশের নানা স্তর এই বইতে স্থান পেয়েছে। বিশেষ করে দলীয় রাজনীতির নানামুখী সংকট ও সম্ভাবনার প্রেক্ষাপট খুঁজতে রাজনীতিতে সরকারি দলের ভূমিকা, বিরোধী দলের ভূমিকা, সরকারি দল ও বিরোধী দলের সম্পর্ক, রাজনীতিতে সিভিল সোসাইটির ভূমিকা, স্বার্থগোষ্ঠীর ভূমিকা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, রাজনৈতিক দলীয় অর্থায়ন, রাজনৈতিক জোট, নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে আদ্যোপান্ত অনুসন্ধানমুখী বিশ্লেষণ উপস্থাপিত হয়েছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ‘বাংলাদেশে দলীয় রাজনীতি’ শিরোনামে একটি কোর্স পড়ানো হয়। এই কোর্সের সুনির্দিষ্ট একাডেমিক পাঠ্যবই হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ উপযোগী হবে বলে আশা করছি।