আলোচ্য গ্রন্থটি বিশ্বের অন্যতম প্রাচীন তাসাউফ, আত্মশুদ্ধি ও খোদাভীতি সঞ্চারক একটি গ্রন্থ। লেখক আলোচ্য গ্রন্থটিতে আল্লাহর ভয়ে ক্রন্দন করার ফজিলত, মাহাত্ম্য, সাওয়াব, এর উপকারিতা, আল্লাহভীতি অর্জনে ক্রন্দনের অপরিহার্যতা, নবী-রাসুল, ফেরেশতা, সাহাবা ও সালফে সালেহীনের রবের ভয় ক্রন্দনের বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন, যা যেকোনো কঠোর হৃদয়ের অধিকারী ব্যক্তিদের ভাবতে শেখাবে। কান্না উদ্রেক করার উপায় ও পদ্ধতি সম্পর্কেও লেখক আলোচ্য গ্রন্থে আলোচনা করেছেন এবং আকাবিরগণ এক্ষেত্রে কোন পদ্ধতি ও পন্থা অবলম্বন করতেন সে সম্পর্কেও আলোচনা করেছেন। এসব আলোচনা ও ঘটনা যে কোন মুমিন ও মুসলমানকে আল্লাহভীতির গুণ অর্জনে বিপুল সহযোগিতা করবে। কেননা নিষ্পাপ ফেরেশতা, আগে পরের সকল প্রকার গুনাহ ও ত্রুটি থেকে পবিত্র নবী-রাসূলগণ, বিশেষ করে আমাদের প্রিয় নবীর ক্রন্দন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান জিন্নুরাইন রাযিআল্লাহু তা'আলা আনহু প্রমুখ মহান সাহাবাগণের ক্রন্দনের ইতিহাস ও দৃশ্যগুলো কল্পনায় উত্থাপন করলে আমাদের মত হৃদয়হীন লোকেরা কিছুটা হলেও ভীতসন্ত্রস্ত হবে, তাতে কোন সন্দেহ নেই।