১৯৯৮ সাল, সের্গেই আইজেনস্টাইনের জন্মশতবার্ষিকীর বছর। সেই উপলক্ষ্যে অবশ্যই পৃথিবীর নানা দেশে নানা কর্মসূচী নেওয়া হচ্ছে, অনুমান করা যায় ৷ 'দীপায়ন' প্রকাশনার শ্রীসলিল সাহা যখন আমাকে সের্গেই আইজেনস্টাইন সম্পর্কে একটি জীবনীগ্রন্হ লেখার জন্য আহবান জানালেন— তৎক্ষণাৎ রাজি হয়ে, ঠিক করে ফেলেছিলাম কিভাবে এই কঠিন কাজটি শহর, করবো। বাংলায় আইজেনস্টাইনের জীবন ও চলচ্চিত্র নিয়ে কিছ, লেখার চেষ্টা একটা বিরাট চ্যালেঞ্জ। বিশেষত বাংলায় আইজেনস্টাইনের পরিচয় দঃখজনকভাবে প্রায় অনুপস্থিত । বর্তমান গ্রন্হটি আইজেনস্টাইনের জীবনীগ্রন্হ নয়। এটি তাঁর বিশাল বিস্তৃত জীবন ও কাজের সংক্ষিপ্ত পরিচয় গ্রহ। প্রথমেই ঠিক করেছিলাম, কোনো জীবনীগ্রন্হকে অননুসরণ বা অন করণ করে, বর্তমান গ্রন্হ লিখবো না । শধ, প্রথম অধ্যায় এবং শেষের দুদ একটি অধ্যায় ছাড়া, বর্তমান গ্রন্থের পনেরো আনা অংশই লিখেছি আইজেনস্টাইনের মূল রচনা অবলম্বনে। এমন কি, কুলেশভ বা আলেকজাদুভ ইত্যাদি ব্যক্তিত্ব সম্পর্কেও লিখেছি তাঁদের মলে রচনা অবলম্বনে, যতোটুকু সম্ভব। সব থেকে বেশি অংশে আইজেনস্টাইন ও অন্যান্যদের নিজস্ব উপস্থাপনা ও বর্ণনা রাখতে চেষ্টা করেছি।
সৌমেন গুহ একজন তরুণ লেখক ও অনুবাদক। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যয়ন করলেও নিয়মিত নাটকের পাণ্ডুলিপি লেখা, অনুবাদের চর্চায় নিয়ােজিত রয়েছেন। এছাড়া তার লেখা ছােট গল্প, বিশ্লেষণধর্মী প্রবন্ধ বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। মঙ্গল পান্ডে’এর পাশাপাশি তার ইতিহাস নির্ভর এই সিরিজের অন্যান্য গল্পগুলাে প্রকাশিত হতে যাচ্ছে অচিরেই। উদীয়মান এই লেখক ১৯৯৭ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ বেশ কৃতিত্বের সাথে অধ্যয়ন করার পাশাপাশি বাল্যকাল থেকেই সাহিত্য চর্চায় ছিলেন স্বপ্রতিভ।