ড. শংকর বিশাই রচিত “সাহিত্য সংস্কৃতির বিকাশ (নানা দিক) কিছু প্রসঙ্গ” শীর্ষক প্রবন্ধ সংকলনটি প্রবন্ধকারের বিভিন্ন সময়ে লেখা কিছু বাছাই করা প্রবন্ধের সংকলন। প্রবন্ধকার ড. বিশাই সাহিত্য বিভাগে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও উৎপল দত্ত সম্পর্কে আলােচনা করেছেন। তবে রবীন্দ্রনাথ প্রসঙ্গে তার আলােচনা রয়েছে বিভিন্ন বিষয়ের উপর পাঁচটি প্রবন্ধে। প্রতিটি প্রবন্ধতে প্রবন্ধকারের সুচিন্তিত উপস্থাপনা পাঠকের মনকে তৃপ্ত করতে পারবে আমার বিশ্বাস। রবীন্দ্রনাথকে নিয়ে তার আলােচনার গভীরতা যেমন যথেষ্ট হৃদয়গ্রাহী তেমনি তথ্যবহুল। বিষয় নির্বাচনের ক্ষেত্রেও তিনি যথেষ্ট যােগ্যতার পরিচয় দিয়েছেন। সেদিক থেকে তার প্রবন্ধগুলি একত্রিত করে প্রকাশের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিবেকানন্দের উপর তার দুটি সুলিখিত প্রবন্ধও হৃদয়কে আল্লুত করে। বিবেকানন্দের রচিত “বর্তমান ভারত” সম্পর্কে তার মূল্যায়ন এবং স্বামীজির দৃষ্টিতে “ধর্ম ও সমাজজীবন” প্রসঙ্গে আলােচনা কেবল তথ্যসমৃদ্ধ নয়, পাঠকের হৃদয়কে জয় করতেও সক্ষম হবে তা বলার অপেক্ষা রাখে না। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের “ছােটগল্পের অভিনবত্ব এবং সামাজিক প্রেক্ষিত” নিয়ে আলােচনা দশ পৃষ্ঠার মধ্যে অতি সংক্ষিপ্তভাবে করা হয়েছে। বিশদভাবে আলােচনার অবকাশ ছিল তা বলতে দ্বিধা নেই। সেইসঙ্গে সমসাময়িক কালের বা তার পূর্ববর্তী সময়ের ছােটগল্পের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনামূলক আলােচনা থাকলে ভালাে হত। “বাংলা নাটকে উৎপল দত্ত” শীর্ষক প্রবন্ধটিও মাত্র ছ-পৃষ্ঠার মধ্যে।