ইসলামিক মূল্যবোধ এবং আমাদের মানবিকতাকে কবিতার ছন্দে মলাটবন্দি বই 'দাওয়াত'। এই বইটি রচনা করেছেন আল নাহিদ। ৩৯টি কবিতার এই সংকলনে উঠে এসেছে প্রাসঙ্গিক কোরআনের আয়াত এবং হাদীসগুলোও। বইটি পড়বার মাধ্যমে কবিতার পাশাপাশি তাই আল্লাহ তা'লা এবং প্রিয় রাসূল (সঃ) এর বাণীগুলোও আমাদের কানে এসে বাজবে বারংবার। কবি এখানে ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে বর্তমান মুসলিম সমাজকে ইসলামের দাওয়াত দিয়েছেন। মুসলিম ঘরে জন্মগ্রহণের মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের ছায়াতলে আসতে পারি এবং পৃথিবীর শ্রেষ্ঠধর্ম ইসলাম পালনের সুযোগ পাই। কিন্তু ইসলামের নিয়মকানুন, আল্লাহু-রাসূলের দিকনিদের্শনা পুরোপুরি মেনে চলার মুসলিম কই! সবাই অর্থ-বিত্ত, অনিয়ম ও লোভে পড়ে দুনিয়ার ফ্যাসাদে বেশি জড়াচ্ছেন। এতে করে ইসলাম থেকে দূরে সরে গিয়ে বিপথে চলে যাচ্ছেন। এবং চিরস্থায়ী যে জীবন (পরকাল) তা বেমালুম ভুলে কোরআন-হাদিসের নিদের্শনা পালন করছেন না। কবি এই গ্রন্থে তাঁদেরকে আহ্বান করছেন- তাঁরা যেন ইসলামের পথে ফিরে আসে এবং একজন প্রকৃত মুসলিম হিসেবে ইসলামের বিধি-নিষেধ মেনে চলেন। আমি বিশ্বাস করি- কবি আল নাহিদ এর ক্ষুদ্র প্রচেষ্টা মুসলিম উম্মাহকে দ্বীনের পথে ফিরে আসতে সাহায্য করবে এবং মুসলিম জাতি সঠিক পথে পরিচালিত হবেন। আবদুল হাকিম নাহিদ লেখক ও প্রকাশক