"কিতাবুশ শয়তান"বইটির সম্পর্কে কিছু কথা: প্রিয় পাঠকবৃন্দ, এই বইটি মূলত Anton Szandor Lavey-র লিখিত বই “স্যাটানিক বাইবেল”-র ছায়া অবলম্বনে সাজানাে। Lavey ছিলেন আমেরিকাতে | Church of Satan-র প্রতিষ্ঠাতা। আগে, যে কাজ গুলাে গােপনে সম্পাদন করা হতাে। Lavey-ত অফিশিয়ালি সবার সামনে নিয়ে আসেন। তিনি মর্ডান স্যাটানিজমের জনক। এই বইয়ের প্রতিটা লাইন আপনার মনে দাগ কাটবে। আপনি বুঝতে সক্ষম হবেন স্যাটান কতটা সুক্ষ্মভাবে আপনাকে ঘিরে রেখেছে। শয়তান এবং তার আধুনিক মেথড সম্পর্কে আরাে বিস্তারিত জানার জন্য আমার লিখিত “হাজার বছরের অব্যক্ত শয়তানের গল্প”-বইটি পড়তে পারেন। শয়তানের বাণীর ব্যপারে মহা পবিত্র আল কোরানেও বলা আছে। মহান আল্লাহতায়ালা বলেন, “নিশ্চয়ই শয়তান তার অনুসারীদের (বন্ধুদের) প্রত্যাদেশ করে, তারা যেন তােমাদের সাথে তর্ক করে। (হে মুসলমানেরা সাবধান) যদি তােমরা তাদের আনুগত্য করাে, তাহলে তােমরাও মুশরেক হয়ে যাবে।” সুরা আল-আনআম- আয়াত ১২১ এ দেশে নাস্তিক্যবাদ নিয়ে প্রচুর বই হয়েছে। রাত-দিন ২৪ ঘন্টা এ নিয়া মারামারি, যুক্তিতর্ক চলছেই। কিন্তু, কেউ জানে না, এইসব নাস্তিক্যবাদীরা ঠিক কোথা থেকে তাদের যুক্তিতর্ক ধার করেছে। আমরা আস্তিকরা যেমন খােদার ওহী মানুষের মাঝে ছড়িয়ে এই পৃথিবিকে শুদ্ধ করার চেষ্টা করি।ঠিক তেমনি এই দুনিয়াতে বিদ্যমান রয়েছে শয়তানের বাণী। আর, এসব বাণী প্রচার করে বেড়ায় নাস্তিক্যবাদীরা। তাদের, মূল এজেন্ডা এই পৃথিবিকে অশুদ্ধ করা। “কেউ চায় আলাে আনতে, আর কেউ অন্ধকার।”