স্বকীয় শৈলী ইন্দ্রনীল সেনগুপ্ত'র গল্পের একটি বিশেষত্ব। মিসেস মালহোত্রা ও অন্যান্য গল্প বইটিতে বিশেষভাবে নির্বাচিত নানা স্বাদের কিছু গল্প স্থান পেয়েছে। অনেক গল্পই পশ্চিমবঙ্গের নানা পত্রপত্রিকায় প্রকাশের পর জনপ্রিয়তা পেয়েছে। সবুজ চোখের তারা, মনোময়ের অবাক ডানা বা ছায়া পুরোহিত ফ্যান্টাসি ধর্মী রচনা। ফিসফ্রাই, মিসেস মালহোত্রা, প্রবীণমহাদেব, ভবেন-ছেনো, একেবারেই হিউমার। কবিতা গল্প স্বপ্ন আবার হিউমারের আশ্রয়ে আত্মানুসন্ধান ও পুনর্বহালের গল্প। মাতা সর্বময়ী ঘুরে দাঁড়ানোর কাহিনী। এইভাবে প্রতিটি গল্পই সরল ভাষায়, প্রত্যক্ষভাবে লেখা। বেশিরভাগ গল্পই সংলাপ প্রধান, চরিত্র বাহুল্যবর্জিত। প্লটে কোন ধোঁয়াশা বা জটিলতা নেই। ফলে পাঠকের মনোযোগ ব্যাহত হয় না। আবার কিছু চিন্তার খোরাক পাওয়া যায়, হয়তো বা ভাবনা বদলেরও। অতিরিক্ত নিরীক্ষায় না গিয়ে গল্পকে তিনি গল্পগন্ধী রাখায় সচেষ্ট ছিলেন। ইন্দ্রনীল সেনগুপ্তর, মিসেস মালহোত্রা ও অন্যান্য গল্প, জলধি প্রকাশনের হাত ধরে প্রথমবারের মত বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে। বইটি গল্পপ্রিয় পাঠকের সমাদর ও প্রিয়তা লাভ করুক, এটাই কাম্য। নাহিদা আশরাফী