Branding Simplified is a compilation of various articles we have written about branding throughout the years. Of course, some new things had to be written to complete the book. Throughout our Corporate and academic careers, we have always sought to inspire young people to work on branding of local companies. While we were working as the head marketing, analysts and campaign managers for various companies. We have regularly written about relevant topics at the time we worked. From a compilation of articles to those who want to know about brands. Such as a businessman, a brand manager or someone who just wants to pursue a career in Brand or hopes to get a basic idea of all the areas of branding. In addition to the academic research and teaching, we have included in our book the things we felt would complete a knowledge seekers interest. We hope that we made the content easier for the readers to discuss some topics in a wide range of marketing domain beyond the scope of branding only to facilitate discussion and bring completeness. We have tried to incorporate Fourteen years of practical working experience in simple language focusing on the adaptation of theoretical perceptions. We believe our purpose will be fulfilled if the Youth and Global knowledge seekers get connected with the essence of the books and hence bless us.
সালেহীন চৌধুরী (শিক্ষক, গবেষক ও মার্কেটিয়ার) সালেহীন চৌধুরী গ্লোবাল ব্র্যান্ডিং বিষয়ে একজন বিশেষজ্ঞ। কর্পোরেট সেক্টরে তার কাজের অভিজ্ঞতা এক যুগেরও বেশি। প্রোডাক্ট, সার্ভিস এবং সোশ্যাল সার্ভিসের Above The Line (ATL) এবং Below The Line (BTL), Business-to-business (B2B) এবং Business-to- consumer (B2C) বিষয়ে সালেহীন চৌধুরীর নাম প্রফেশনাল সার্কিটে সুপরিচিত। নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করার বা পুরনো ব্র্যান্ডকে রিব্র্যান্ডিং করে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য দক্ষতা দেখিয়েছেন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে কাজ করেছেন খ্যাতিমান বিভিন্ন প্রতিষ্ঠানে যার মাঝে আছে অটবি, রানার, দ্য সিটি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, বাংলা ক্যাট, আব্দুল মোনেম লিমিটেড, বেঙ্গল ফাউন্ডেশন, যমুনা গ্রুপ, লুবনান ট্রেড কনসোর্টিয়াম, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রভৃতি। বর্তমানে তিনি Globalization Strategies of Bangladeshi Local Brands বিষয়ে বাংলাদেশ ইউনিভারসিটি অফ প্রফেশনালসে (BUP) রিসার্চ ফেলো হিসেবে এমফিল করছেন, পাশাপাশি ট্রেইনার হিসেবে কাজ করছেন বিভিন্ন কর্পোরেট ও ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে এবং সর্বোপরি ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে একাডেমিকভাবে সমৃদ্ধ করছেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের জ্ঞান ও মনোজগৎ।