অধ্যাপক ডা. কামরুল হাসান খানের ১৫টি প্রবন্ধের সংকলন হচ্ছে এ বই । প্রবন্ধগুলোয় জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মময় জীবন তুলে ধরা হয়েছে এবং নতুন আলো ফেলে বিশ্লেষণ করা হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ নানা প্রসঙ্গ। মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন, গণতন্ত্র, রাজনীতি- এসব বিষয় স্থান পেয়েছে প্রবন্ধসমূহে । নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আলোয় আলোকিত না করতে পারলে তাদের মধ্যে দেশপ্রেম, আত্মত্যাগ, বাঙালি জাতীয়তাবাদের ধ্যান-ধারণা আত্মস্থ হবে না। এর জন্য প্রয়োজন বঙ্গবন্ধু, ২৩ বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধ, আন্দোলন-সংগ্রাম নিয়ে পরিকল্পিতভাবে পাঠদান, আলোচনা ও চর্চার ব্যবস্থা করা । আমাদের যে ইতিহাস-ঐতিহ্যের ভান্ডার রয়েছে, তা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য যথেষ্ট। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা এবং রাষ্ট্রনায়ক। বাংলাদেশের জন্য অনুকরণীয় এক ব্যক্তিত্ব। যিনি দেশের উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াসহ দেশকে এগিয়ে নেওয়ার জন্য জীবনের সব ঝুঁকি নিয়ে নিরন্তর লড়াই করে চলেছেন। তাঁর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনার কর্মপদ্ধতি নতুন প্রজন্মের কাছে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এ বইটি নতুন প্রজন্মকে কিছুটা হলেও আলোকিত করবে ।