বইয়ের ফ্ল্যাপের লেখা বংগে গণমাধ্যমের ইতিহাস দু’শবছরের অধিক হলেও টেলিভিশনের ইতিহাস পঞ্চাশ পেরিয়েছে মাত্র সেদিন। বাংলাদেশে আধুনিক টেলিভিশনের সংবাদের যাত্রা মাত্র ১৯ বছর পূর্বে একুশে টেলিভিশনের মাধ্যমে। টেলিভিশন সংবাদও যে দেখার বিষয়, উপভােগের বিষয় এবং একই সাথে প্রকৃত তথ্য জানার নির্ভরযােগ্য মাধ্যম সেটি স্বল্প। সময়ের ব্যবধানে প্রমানিত হয়। এই আস্থার কারণ হলাে সংবাদপত্র ও টেলিভিশনকে জনগণ তাদের মুখপত্র মনে করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যক্তি মানুষ সম্মিলিত ভাবে একটি পেশার মানুষকে সবার পক্ষ থেকে সব ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার দিয়েছে। বাংলাদেশের সংবিধানও এই কর্তব্য সাংবাদিকতা পেশার উপর ন্যস্ত করেছে। বাজারে টেলিভিশন সাংবাদিকতা নিয়ে এই পর্যন্ত যে কয়টি বই লিখিত হয়েছে সেগুলাে প্রধানত টিভি রিপাের্টিংয়ের ব্যবহারিক তথ্যে ভরপুর। এইসব বই অবশ্যই প্রয়ােজনীয়। তবে দীর্ঘ একযুগের সম্প্রচার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে এটি বলতে পারি বতর্মান তরুণদের বড় একটি অংশ সাংবাদিকতাকে চাকুরি ধরে নিয়ে করতে এসে অচিরেই হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এমনি এক প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকদের নিত্য দিনের সংকটের গল্পগুলােকে মনস্ততাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে ঐতিহাসিকতার আলােকে ব্যাখ্যার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে এটি প্রথম বই। সাংবাদিকতার শিক্ষার্থী ও তরুণ সাংবাদিকরা যদি এই বই পড়ে নূন্যতম উপকৃত হন তবে। পরিশ্রমটুকু সার্থক হবে বলে মনে হয়।