নিঃসন্দেহে সুস্থ অন্তর ও নিষ্কলুষ হৃদয় প্রকৃত স্বাদ ও পূর্ণ আনন্দ লাভ করে একমাত্র আল্লাহ-র মহব্বত ও ভালোবাসাতে; তিনি যা কিছু পছন্দ করেন সেসবের মাধ্যমে তাঁর নৈকট্য অর্জন করাতে; তিনি ছাড়া অন্যান্য সকল প্রেমাস্পদ থেকে বিমুখ হওয়াতে। এ ভালোবাসা তাওহীদের সাক্ষ্য لَا إِلَهَ إِلَّا اللهُ ‘আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই’ এর প্রকৃত তাৎপর্য। এ ভালোবাসাই ইবরাহীম খলীল-র মিল্লাত ও খাতামুল মুরসালীন মুহাম্মাদ ﷺ-র সুন্নাত। যে সকল বিষয় মানুষের অন্তর বিনষ্ট করে এবং আল্লাহ থেকে বিচ্ছিন্ন ও দূরে ঠেলে দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে অবৈধ প্রেম-ভালোবাসা ও প্রেমাসক্তির ব্যাধি। এ ব্যাধি আক্রান্ত ব্যক্তিকে ধ্বংস করে, কল্যাণের পথ থেকে দূরে সরিয়ে দেয়, গোমরাহিতে নিপতিত করে, হেদায়েতের পর চরম ভ্রান্তিতে নিক্ষেপ করে। এ ব্যাধি অন্তরের লাঞ্ছনা, কলবের জং, দুনিয়াতে অপদস্থতা ও আখেরাতে আযাব। এ ব্যাধি সঙ্গে নিয়ে যায় বহু প্রাণ। এ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি কখনও আরামবোধ করে না, স্বস্তি পায় না। বরং এ হচ্ছে কূল-কিনারাহীন এক মহাসমুদ্র। যে-ই তাতে পড়ে সে-ই ডুবে যায়। কারণ, এর কোনো কূল-কিনারা নেই। অতএব, * প্রেমাসক্তি কী? * তার প্রকারভেদ কী কী? * এটা কি বান্দার ইচ্ছাধীন না অনিচ্ছাপ্রসূত? এ জাতীয় আরও বহু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হয়েছে আপনার হাতের এ বইটিতে।
Muhammad Saalih Al-Munajjid (محمد صالح المنجد) (born 7 June 1960) is a Syrian-born Palestinian-Saudi Islamic scholar. He is the founder of the fatwa website IslamQA, a popular website for responses on the topic of Islam. Al-Munajjid was born to Palestinian refugees in Aleppo, Syria in 1960 and raised in Saudi Arabia.He studied Islamic law under 'Abd al-'Aziz ibn Baaz,[5] Muhammad ibn al-Uthaymin, Abdullah ibn Jibreen and Abdul-Rahman al-Barrak, among others.