পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানা রকম ইসলামী আন্দোলনের সূচনা ও প্রসার ঘটেছে। এসব আন্দোলনের কোনোটি কোনো অঞ্চল বা দেশ, আবার কোনোটি উপমহাদেশব্যাপী বিস্তারিত হয়েছে। এক্ষেত্রে তাবলীগ জামায়াতই একমাত্র ইসলামী আন্দোলন, যা অঞ্চল, দেশ এবং উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলের জনসভায় বিশ-পঞ্চাশ হাজার লোক জোগাড় করতে যেখানে নেতাকর্মীদের নানা রকম প্রচারণা করতে হয়, সেখানে উল্লেখযোগ্য প্রচারণা ছাড়াই তাবলীগের ঢাকার টঙ্গী বিশ্ব ইজতিমায় ৪০ লক্ষাধিক লোক সমবেত হন। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান নর-নারী তাবলীগী দ্বীনি মেহনতে সম্পৃক্ত থাকলেও এ দেশের প্রতিষ্ঠ সমাজবিজ্ঞানীরা তাবলীগ বিষয়ে উল্লেখযোগ্য কোনো গবেষণা করেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ শূন্যতা পূরণে তাবলীগ বিষয়ে গবেষণায় মনোযোগী হয়েছেন। তিনি একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে এ গ্রন্থে তাবলীগী আন্দোলনকে যথাযথভাবে উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন। যাঁরা তাবলীগ বিষয়ে জানতে-বুঝতে চান, তাবলীগের উৎস, উদ্ভব, ভিত্তি, বিকাশ, কর্মকৌশল, সমালোচনা, তাবলীগে সম্পৃক্ত হবার কারণ, তাবলীগ কর্মীদের চরিত্র ও বিশ্বদৃষ্টি প্রভৃতির সাথে পরিচিত হতে চান, তাঁদের জন্য এ গ্রন্থটি সহায়ক হবে। এ ছাড়া যারা সরাসরি তাবলীগে জড়িত আছেন, তাঁরাও এ গ্রন্থটি পড়লে তাঁদের দ্বীনি মেহনত এবং প্রাসঙ্গিক বিষয়ে অনেক অজানা তথ্যের সন্ধান পাবেন।