বইটির লেখকের কথাঃ অন্তর্জালে অল্প স্বল্প বিচরণ, নিয়মিত বই পড়া ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের সুবাদে অনেক বাস্তব ঘটনা ও শিক্ষণীয় গল্প জানার সুযােগ হয়। আমি নিজেও এমন অনেক ঘটনা কথাপ্রসঙ্গে অন্যদেরকে বলি। কেননা ভালাে কথা ও শিক্ষণীয় কাজ যত ছড়াবে, দেশ ও দশের জন্য ততই মঙ্গলজনক হবে। এমনই কিছু শিক্ষণীয় গল্প ও মজাদার ঘটনা মনের অন্তরালে হারিয়ে যাওয়ার আগেই নিজস্ব কম্পিউটারে সংরক্ষণ করে রেখেছিলাম- যার কয়েকটি আমার নিজের লেখা, বাকিগুলাে সংগৃহীত (মূল লেখকের সন্ধান পাইনি বা নিশ্চিত হতে পারিনি বলে আলাদাভাবে তথ্যসূত্র উল্লেখ করিনি)। বিগত তিন বছরে পরম যত্নে সংরক্ষিত লেখাগুলােই এবারে মলাটবন্দি করলাম। হয়তাে কিছু গল্প পাঠক আগেও অন্যত্র পড়ে থাকবেন; তাতেও সমস্যা নাই। গল্পগুলাে যতবার পড়বেন, ততবার। নতুন আঙ্গিকে হৃদয় ছুঁয়ে যাবে। জীবনের মােড় ঘুরিয়ে দেওয়ার মতাে অনেকগুলাে বাস্তব ঘটনাও এখানে সংকলিত করেছি। আশাকরি যে কোনাে বয়সের পাঠকই বইটি পড়ে চমকিত হবেন। একদিকে পড়ার আনন্দ, অন্যদিকে শেখার মজা- কোনােটারই কমতি হবে না। পাঠকের ভাবনার জগতে সামান্য ঝাঁকুনি দিতে পারলেও আমার পরিশ্রম সার্থক। রাজিব আহমেদ
জীবন ঘনিষ্ঠ বহুমাত্রিক লেখক রাজিব আহমেদ বাংলা মননশীল সাহিত্যকে ক্রমেই সমৃদ্ধ করে চলেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিক্রয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০ অতিক্রম করে গেছে। বাংলাদেশে আত্মোন্নয়নমূলক অভিনন্দন লাভ করেছেন। রাজিব আহমেদ চারটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে (রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) দশ বছরের কর্মজীবন থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে এখন মুক্ত বিক্রয় প্রশিক্ষক ও অনুপ্রেরণামূলক বক্তা; জয় করে চলেছেন অসংখ্য বিক্রয় পেশাজীবী, শিক্ষার্থী ও দর্শক শ্রোতার হৃদয়। লেখালেখি তার নেশা আর ভালোবাসেন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে।