মুজিব ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা। শিরোনামেই বইটির পরিচয় স্পষ্ট। লেখক নুরুল ইসলাম বাবুলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভাবনার কাব্যময় অনুভূতিমালা। বাঙালির জীবনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ দুটি পরস্পর গভীর সম্পর্কযুক্ত অনুষঙ্গ। এর একটিকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুর সারা জীবনের কঠিন সংগ্রামের উপসংহার মুক্তিযুদ্ধ। এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সোপান বেয়েই আমরা লাভ করেছি প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। লাভ করেছি সবুজের বুকে লাল সূর্য খচিত পতাকা, হৃদয় মথিত করা জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’। এসব অর্জনের পেছনে আছে অনেক অশ্রু ও রক্তের আখ্যান, কত শহিদের বলিদান, কত বুকভাঙা বেদনার করুণ কাহন। তবু আমাদের জীবনের অত্যন্ত গৌরবময় সে অধ্যায়, যার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইসব আবেগঘন বিষয়-অনুষঙ্গ নিয়েই ‘মুজিব ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা’ গ্রন্থ। নিষ্ঠাবান ছড়াশিল্পী নুরুল ইসলাম বাবুল কুশলী হাতে রচনা করেছেন ছড়া-কবিতাগুলো। এতে নিটোল ছন্দোবদ্ধ ছড়া-কবিতা যেমন রয়েছে, তেমনি রয়েছে মুক্তগদ্যে লেখা কিছু কবিতাও। সব ধরনের লেখাই নুরুল ইসলাম বাবুলের স্বতন্ত্র কাব্যশৈলী সমৃদ্ধ। বিষয়োপযোগী প্রাণবন্ত উপমা, চিত্রকল্পে ব্যঞ্জনাময়। এ গ্রন্থ ছোটো-বড় সব বয়সের পাঠকের কাব্যরসনা তৃপ্ত করবে নিঃসন্দেহে। নুরুল ইসলাম বাবুলকে আমার আন্তরিক অভিনন্দন। সুজন বড়ুয়া কবি ও শিশুসাহিত্যিক