নিটোল আহমেদ একজন লেখক, গবেষক, রোড সেফটি বিশেষজ্ঞ, শিক্ষামূলক ভিডিও নির্মাতা ও সামাজিক উদ্যোক্তা। তিনি বালার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। রোড সেফটি এডুকেশন প্রকল্প তার নিজের প্রকল্প। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রাণহানী রোধ করার কৌশল শেখানো, সঠিক ও নিরাপদভাবে পায়ে হাঁটা অথবা যানবাহন ব্যবহার করা ও চালানোর মাল্টিমিডিয়া প্রশিক্ষণ প্রদান, গবেষণা করা ও সড়ক ব্যবহারে সকল সড়ক ব্যবহারকারীর অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নাগরিকদের সচেতন করা নিয়ে তার ধ্যান জ্ঞান। তিনি ও তার বহুজাতিক টিম বাংলাদেশের ভয়ংকর সড়ক পরিস্থিতি উন্নয়নে নিবেদিত প্রাণ। তিনি বর্তমান গিনেস ওয়াল্ড রেকর্ড (Guinness World Records) ধারী বাংলাদেশের বিডিসাইক্লিস্টস (BDCyclists) টিমের অংশগ্রহণকারী সদস্য। তিনি সঽ বিডিসাইক্লিস্টস টিমের ১,১৮৬ জন সাইকেল আরোহীরা ১৬ই ডিসেম্বর, ২০১৬ এ বাংলাদেশের বিজয় দিবসে ঢাকায় ‘চলন্ত সাইকেলের পৃথিবীর দীর্ঘতম একক লাইন’ (Longest Single Line of Moving Bicycles) তৈরি করে নির্দিষ্ট দূরত্ব পাড়ি দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। এর আগে দীর্ঘদিন তিনি যুক্তরাজ্যের সাইক্লিং সংগঠন – ‘ব্রিটিশ সাইক্লিং এর সক্রিয় সদস্য ছিলেন। তিনি নিয়মিত ব্রিটিশ সাইক্লিং, বার্মিংহাম এর আয়োজিত অনেকগুলো বৃহৎ আকৃতির (৫,০০০-১০,০০০ সকল বয়সের আরোহীদের) বাৎসরিক সিটি রাইডে ও অনেকগুলো ছোট ছোট সাপ্তাহিক সোশ্যাল গ্রুপ রাইডে (প্রাপ্তবয়স্ক ১৫-৪০ জন আরোহীদের) পাহাড়ী, জটিল, কষ্টকর, দীর্ঘ যাত্রার অংশ নিয়েছেন। তিনি ফ্রান্সের প্যারিসের রাস্তায়ও সাইকেল নিয়ে চষে বেড়িয়েছেন। তার যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশে ম্যারাথন দৌড়ানোর অভিজ্ঞতা আছে। তিনি বাংলাদেশের আঁনাচে কাঁনাচে ছুটে বেড়িয়েছেন। তার ফ্রান্স, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের (ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস) এ ভ্রমণ অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বেন নেভিস ও ওয়েলসের স্নোডোনিয়ায় আরোহন করেছেন। তার দীর্ঘদিনের বি.আর.টি.এ. এর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে। তিনি যেখানেই যান সাইকেল চালাতে পছন্দ করেন, প্রচুর হেঁটেও বেড়ান তিনি। তিনি পৃথিবীর পথে প্রান্তরে সস্তায় পাবলিক বাসে, ট্রেনে ও লঞ্চে চেপে ঘুরে বেড়ানো ভীষণ উপভোগ করেন। তিনি সবসময় নিজেকে তার সড়ক নিরাপত্তা কৌশল উন্নয়ন গবেষনায় বিপজ্জনক বাস্তব পরিবেশে গিনিপিগ হিসেবে ব্যবহার করেন। রোড সেফটি নিয়ে এখন পর্যন্ত বাংলা ও ইংরেজী ভাষায় ৪ টি বয়স উপযোগী প্রকাশনা রয়েছে।