"এডমিশন হ্যাকস মানবিক এবং বিভাগ পরিবর্তন" বইয়ের প্রথম ফ্ল্যাপের কিছু কথাঃ সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী পাবলিকিয়ানদের জন্য হ্যাকস্ সিরিজের এডমিশন হ্যাক বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটির সম্পূর্ণ নতুন সংস্করণ বের করতে পেরে। এডমিশন হ্যাকস বইটি দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতার ফসল। ঢাবি, রাবি, জাবি, জবি, চবি সহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্যপ্রযুক্তি, মৌলিক বিষয় সমূহ, প্রশ্ন ব্যাংক এবং লিখিত পরিক্ষার জন্য যথাসম্ভব তথ্যবহুল, নির্ভুল, সহজ ও সুন্দর উপস্থাপনা সহ এডমিশন হ্যাক বইট উপস্থাপন করেছি। বইটি লিখিত ও MCQ উভয় পরিক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। চেষ্টা করেছি শিক্ষার্থীদের একটি ভালাে মানের বই উপহার দেওয়ার। কতটুকু পেরেছি জানি না। তবে বিগত বছর গুলােতে সর্বোচ্চ প্রশ্ন কমন প্রাপ্তি আমার শ্রমকে স্বার্থকতা দান করেছে। বিগত বছরের ন্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আমার বইটি পড়ে উপকৃত হলেই আমার পরিশ্রম স্বার্থক হবে বলে মনে করি। যাদের পরামর্শ, সাহায্য, উৎসাহ-উদ্দীপনা ও সমালােচনার ফলে বইটি প্রকাশ করতে পেরেছি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। বইটি সর্বোচ্চ নির্ভূল করার চেষ্টা করেছি। মানুষ যেহেতু ভুলের উর্ধ্বে নয়, সেহেতু সর্বাধিক সতর্কতা থাকা স্বত্ত্বেও উত্তর বসাতে গিয়ে ও প্রিন্ট মিসটেক জনিত কারণে ভুল ত্রুটি থেকে থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
বাংলাদেশের তরুণ সমাজের অনুপ্রেরণার এক অন্য নাম শাহাদত হোসেন৷ পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৷ শুধু নিজে পড়াশোনা করছেন তা নয়৷ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোনোর আগেই প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অগ্রণী ভুমিকাও পালন করছেন এই মেধাবী তরুণ স্বপ্নদ্রষ্টা৷ বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য লিখেছেন বই ও আয়োজন করেছেন অগণিত ফ্রি সেমিনার, অনলাইন ক্লাসের যা একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর স্বপ্নপূরণে আলোকবর্তিকা হিসেবে বা সফলতার ঢাল স্বরুপ সাহায্য করেছে তাদের৷ শাহাদত হোসেনের বই সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো " এডমিশন হ্যাকস " ও " দিগন্ত রাবি ভর্তি সহায়িকা " যা ইতিমধ্যে রকমারি বেস্টসেলারের জায়গা দখল করে নিয়েছে৷ একজন সফল তরুণ উদ্যােক্তা হিসেবে তিনি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন৷ নিজের গড়া প্রতিষ্ঠান " শাহাদত'স রিসার্চ এন্ড পাবলিকেশন্স " - এ দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী হিসেবে৷ তাঁর জন্ম ১৯৯৮ সালের ৩১ ডিসেম্বর, রাজশাহী জেলার, কাটাখালি থানার, নলখোলা গ্রামে৷