এ ইসলাম ইসলাম-ই নয়। ইসলাম বিকৃত হয়ে গিয়েছে ১৩০০ বছর আগেই। গোটা বিশ্বের মুসলমান জাতিগতভাবে কাফের ও মুশরিক হয়ে গিয়েছে। দীর্ঘ ১৩০০ বছর পর প্রকৃত এসলাম খুঁজে পেয়েছেন টাঙ্গাইলের হোমিওপ্যাথী ডাক্তার ‘বায়াজীদ খান পন্নী’। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ‘হেযবুত তওহীদ’ নামক একটি দল। ইসলামকে তিনি একটি নতুন রূপ দেয়ার চেষ্টা করেন। শরীয়তের হুকুম-আহকামকে নিজের মত করে ব্যাখ্যা করেন। সালাতকে পরিণত করেন আর্মি ট্রেনিংএ। নানা ধরনের কুফুরী ও ভ্রান্ত মতবাদের অবতারণা করেন। আন্তঃধর্মীয় ঐক্যের নামে কাফেরদের সাথে নমনীয়তা এবং মুসলিমদের মুশরিক ফতোয়া দিয়ে তাদের সাথে বিচ্ছেদ ঘোষণাই হল তার প্রকৃত এসলাম। দাবি করেন, এসব মতবাদ তিনি পেয়েছেন ইলহামের মাধ্যমে । শুধু তাই নয়, তার দল এবং তাকে সত্যায়ণ করার জন্য আল্লাহ মু’জিযা সংঘটন করেছেন বলেও প্রচার করেন। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। কোনো ধরনের ইলহাম কিংবা মু’জিজা নয় বরং পাকিস্তানের ‘তেহরীকে খাকছারের’ প্রতিষ্ঠাতা এনায়েতুল্লাহ খান মাশরেকির মৃত মতবাদগুলোকেই আমদানি করেছেন বায়াজীদ খান পন্নী। তাওহীদের অন্তরালে লুকায়িত তাদের কুফরী মতবাদ সম্পর্কে অবগত নয় সাধারণ মানুষ। তাই বাহ্যিক মনভুলানো কথায় মোহাবিষ্ট হয়ে ভ্রান্তির শিকার হচ্ছে হাজারো মানুষ। ঈমান- আক্বীদার সংরক্ষণে প্রকাশনা জগতের নতুন মুখ Rihlah Publication এর প্রথম উপহার বায়াজীদ খান পন্নীর প্রতিষ্ঠিত হেযবুত তওহীদের কুফুরী ও ভ্রান্ত মতবাদের পর্যালোচনা সমৃদ্ধ প্রামাণ্য গ্রন্থ "হেযবুত তওহীদের ‘নতুন এসলাম’"।