হাজার বছরের পথ পরিক্রমায় নেত্রকোণা অঞ্চলের জনমানুষ দেশ গঠনে সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। সুদূর অতীতে যেমন জলা-জঙ্গল পরিস্কার করে এ জনপদকে বাসযােগ্য করে গড়ে তুলেছেন ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। স্বাধিকার ও স্বাধীনতা অর্জনের জন্য লড়াই সংগ্রামে রয়েছে আমাদের উপমহাদেশখ্যাত ভূমিকা যা আজ বিশ্ব সম্প্রদায়ের কাছেও বিস্ময়কর। ব্রিটিশবিরােধী আন্দোলনে আমাদের রয়েছে গৌরবােজ্জ্বল ভূমিকা। ফকির-সন্ন্যাসী আন্দোলন থেকে শুরু করে, টংকতেভাগা আন্দোলন, মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বসূরিদের মহান ভূমিকা বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে আছে। ভাষা আন্দোলনটাই ছিল বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আদায়ের প্রথম ধাপ। এর থেকেই শুরু এবং ধাপে ধাপে স্বাধীনতার স্বাদ গ্রহণ করা হয়। বিচারপতি জনাব ওবায়দুল হাসান নেত্রকোণা জেলার একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক কার্যাবলী সম্পন্নকারী পরিবারে জন্মগ্রহণ করেছেন। পরিবারটির রয়েছে দেড় শতাধিক বছরের ধারাবাহিক ঐতিহ্য ও উজ্জ্বল ইতিহাস। ইতিহাস ও ঐতিহ্যের এমন ধারাবাহিকতার নজীর খুব কম ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। পরিবারের প্রতিটি সদস্য একেকটি রত্ন হিসেবে উজ্জ্বলতার জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে।