প্রি-অর্ডারের এই পণ্যটি 29 Dec 2024 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
সময় বাড়লো ক্লিয়ারেন্স সেল অফারের! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
সময় বাড়লো ক্লিয়ারেন্স সেল অফারের! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
"হাতে কলমে জাভাস্ক্রিপ্ট" বইয়ের ভূমিকার লেখা: প্রধানত স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ হিসেবে পরিচিত থাকলেও জাভাস্ক্রিপ্ট এখন বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। নােড জেএস আসার পর থেকে এখন বিভিন্ন প্রতিযােগিতামূলক প্রােগ্রামেও জাভস্ক্রিপ্ট ব্যবহার করে প্রবলেম সল্ভ করার সুযােগ থাকছে। একই সঙ্গে এর সাহায্যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ক্রস প্ল্যাটফর্ম মােবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট- সবই সম্ভব হচ্ছে। জাভাস্ক্রিপ্টের এত পপুলারিটির পেছনে আসল কারণ হচ্ছে এর সহজলভ্যতা। সব রকমের ডিভাইসেই কোনাে না কোনােভাবে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্টভাবেই রান করানাে যায়। আপনার ডিভাইসে যদি ওয়েব ব্রাউজার সাপাের্ট করে, তাহলে অনেকটাই ধরে নেওয়া যায় আপনার ডিভাইসে একটা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনও আছে। আর তাই আপনার ক্লাইন্টকে কোনাে অতিরিক্ত সেটআপের ঝামেলায় যাওয়া লাগে না জটিল বা সিম্পল যেকোনাে রকমের ওয়েব অ্যাপ্লিকেশন চালানাের জন্য। আর নােড জেএস এসে জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরেও নিয়ে গেছে, যেখানে আপনি আপনার সিস্টেমের সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারবেন। এখানেই জাভাস্ক্রিপ্ট ইউনিক আর একই সঙ্গে পাওয়ারফুল। আমার এই বইতে তাই আমি এ রকম জাভাস্ক্রিপ্টকীভাবে ব্যবহার করবেন, সেগুলাে প্র্যাকটিক্যাল নলেজ আকারে তুলে ধরেছি। আশা করি এই জ্ঞান দিয়ে পরবর্তী সময়ে জাভাস্ক্রিপ্টের দুনিয়ায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
বর্তমান বিশ্বে সাড়া জাগানো অন্যতম প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জাভাস্ক্রিপ্টকে আরো সহজতর উপায়ে পরিবেশন এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার মাধ্যমে "হাতেকলমে জাভাস্ক্রিপ্ট" বইটি দিয়ে তরুণ এই লেখকের লেখালেখি জগতে হাতেখড়ি হয়। প্রযুক্তি লেখক জুনায়েদ আহমেদ ছোটবেলা থেকেই প্রোগ্রামিংকে প্যাশন হিসেবে দেখতেন যার দরুন অতি অল্প বয়সেই "হাতেকলমে জাভাস্ক্রিপ্ট" নামক বইটি প্রকাশ করতে পেরেছেন। তরুন এই লেখক ভারতের চন্ডীগড় ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করে বর্তমানে বাংলাদেশের অন্যতম থিম মেকিং কোম্পানি থিমবাকেটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছেন। জুনায়েদ আহমেদ নিজে যা যা শিখেছেন তা সবার সাথে শেয়ার করতে পারার মাঝেই আসল সার্থকতা নিহিত বলে মনে করেন।