উচ্চ মাধ্যমিক ৩০ নম্বরের বাংলা ব্যাকরণ ২য় পত্র। বাংলা ব্যাকরণ ২য় পত্র এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বইটি রচনা করেছেন প্রফেসর সজল কান্তি মণ্ডল, মো গোলাম মুর্তজা সিফাত এবং আহসান হাবিব ইফাজ। উচ্চ মাধ্যমিক বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ৩০ নম্বর সংশোধিত সিলেবাস নিয়ে রচিত এই বইটি। বাংলা একাডেমি প্রনীত প্রমিত বাংলা ও আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসৃত এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সংশোধিত ব্যাকরণের সিলেবাস অনুসারে রচিত হয়েছে এই বইটি (Bangla 2nd paper for HSC Examinee)। বইতে অধ্যায়ভিত্তিক আলোচনার সাথে বিগত বছরে আগত বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র (ব্যাকরণ অংশ) সংযুক্ত করা হয়েছে। ,b>আধুনিক বানানরীতি বাংলা ব্যাকরণ ২য় পত্র কলকণ্ঠ প্রকাশনীর এই সহায়ক বইতে বোর্ডের প্রশ্নের ক্ষেত্রে হুবহু বানান রাখা হয়েছে। তবে উত্তরের ক্ষেত্রে বাংলা একাডেমি প্রণীত আধুনিক বানানরীতি অনুসরণ করা হয়েছে। প্রশ্নে প্রশ্নে উত্তর শেখা বোর্ডে আসা অধ্যায়ভিত্তিক ব্যাকরণ অংশের প্রশ্ন থেকে উত্তরমালা দিয়ে অধ্যায় আলোচনা সাজানো হয়েছে। এই সহায়ক বইটি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ কমন প্রশ্ন আসার লক্ষ্যে রচিত হয়েছে। মানবণ্টন বইয়ের শুরুতেই এইচএসসি বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের মানবণ্টন দেওয়া হয়েছে। ৩০ নম্বরের বাংলা ব্যাকরণ ২য় পত্র মানদণ্ড সম্পর্কে শিক্ষার্থীরা শুরুতেই ধারণা পেয়ে যাবে। বোর্ডের নমুনা প্রশ্ন ৩০ নম্বরের বাংলা ব্যাকরণ ২য় পত্র এইচএসসি পরীক্ষায় অপেক্ষাকৃত তাৎপর্যপূর্ণ। অধিক চর্চা করলে এই অংশে সর্বোচ্চ নম্বর তোলা সম্ভব। তাই অধিক অনুশীলনের জন্য বোর্ডের অনুকরণে নমুনা প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থীরা অনুশীলনী চর্চার মাধ্যমে নিজেদের যাচাই করতে পারবে। বর্ণের ক্রমানুসারে শুদ্ধ শব্দের তালিকা বাংলা উচ্চারণের নিয়ম আলোচনা অধ্যায়েবর্ণের ক্রমানুসারে গুরুত্বপূর্ণ শব্দের শুদ্ধ বাংলা (30 Numberer Bangla Grammar 2nd Part HSC) উচ্চারণের তালিকা দেওয়া হয়েছে। এতে সহজেই শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বাংলা শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ বের করতে পারবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ব্যাকরণ অংশে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে উচ্চ মাধ্যমিক ৩০ নম্বরের বাংলা ব্যাকরণ ২য় পত্র by মো. গোলাম মূর্তজা, প্রফেসর সজল কান্তি মণ্ডল ও আহসান হাবিব ইফাজ। বইটি অধ্যয়ন ও অনুশীলন করে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ অংশে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।
Title
বাংলা ব্যাকরণ-২য় পত্র (এইচএসসি পরীক্ষার্থীদের জন্য) - ৩০ নম্বরের জন্য