"লিসানুল কুরআন আরবী ভাষা শেখার পূর্ণাঙ্গ কোর্স (১-৩ খণ্ড)" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ আগের যুগে শিক্ষক নিজের পাঠদানপদ্ধতি অনুসারে প্রয়ােজন পূরণ করতেন। এজন্যে কারিকুলামভুক্ত বইগুলােতে অনুশীলনী যুক্ত করাটাকে খুব বেশি প্রয়ােজনীয় মনে করা হতাে। কিন্তু আমাদের যুগে এ প্রয়ােজন সামনে এসেছে যে, আরবি শেখার বইগুলাে যেন খুব সহজ-সরল পদ্ধতিতে লেখা হয় এবং খােদ পাঠ্যকারিকুলামভুক্ত বইগুলােতে যেন পর্যাপ্ত। অনুশীলনী যুক্ত করে দেওয়া হয়। সেই মূলনীতি মেনে আমাদের ভারতীয় উপমহাদেশে বেশ কিছু বই রচিত হয়েছে। আপনার হাতের বইটিও সে ধরনেরই একটি প্রয়াস। আয়েশা সিদ্দিকা মাদরাসা আমাদের নগরীতে একটি আদর্শ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে নারী শিক্ষার্থীদেরকে ইসলামি-আরবি জ্ঞানভাণ্ডারের নানা শাস্ত্র মানসম্পন্ন উপায়ে শিক্ষা দেওয়া হয়। তাদের এ অবদান সবার প্রশংসা কুড়িয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকমণ্ডলী নিজেদের শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতার আলােকে বক্ষ্যমাণ গ্রন্থ লিসানুল কুরআন সংকলন করেছেন এ উদ্দেশ্যে যে, যেন এর সাহায্যে আরবি ভাষা শেখার পথ সবার জন্যে সুগম ও মসৃণ হয়ে যায়। আমি বইটির পাণ্ডুলিপির বিভিন্ন জায়গা পড়ে দেখেছি। আমার কাছে বইটির শিক্ষাদানপদ্ধতি উপকারী মনে হয়েছে। প্রদত্ত অনুশীলনীগুলাে অত্যন্ত উপকারী মনে হয়েছে। আশা করি, বইটি ছাত্র-ছাত্রী নির্বিশেষে সর্বশ্রেণির শিক্ষার্থীদের জন্যে উপকারী প্রমাণিত হবে।
Title
লিসানুল কুরআন আরবী ভাষা শেখার পূর্ণাঙ্গ কোর্স - (১-৩ খণ্ড)