স্মাগলিংঃ একটি হলুদ ক্যানের জন্য টরেডের নাবিক ও ইন্সপেক্টর গুরাকির এজেন্ট ক্রুস খুন হয়েছে। পরদিন ইন্সপেক্টর শরিফের অফিসে গিয়ে একটি হলুদ স্টিকারের টুকরো দেখতে পায় ফারাবী, তার খুব চেনা চেনা মনে হলো স্টিকারটা। সেই স্টিকারটিকে ক্লু হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করল সে, তারপর শুরু হয় মিশরের পথে রিপোর্টার ফারাবীর এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। দ্য হিডেন মিস্ট্রিঃ শহরের বিখ্যাত হোটেল "গোল্ডেন হাউজ"। প্রতিবছরই কোনো না কোনো জনপ্রিয় ব্যক্তি মেহমান হিসেবে এখানে এসে থাকেন, এবার আসছেন দেশের বিখ্যাত শিল্পি মেন্ডালিনা ক্যাসানোভা। হোটেলের মালিক এই ক'দিন ফারাবী ও তুষিতকে সঙ্গে থাকার অনুরোধ করেছেন। কেন না এর আগেও কয়েকবার এই হোটেলে ঘটেছে অদ্ভুত সব ঘটনা। ফারাবী ও তুষিত কি পারবে এই রহস্যের সমাধান বের করতে? পিরামিড রহস্যঃ রৌদ্রজ্বল সকালে হঠাৎ সাফিও'র সদরদপ্তরের টেলিফোনটা বেজে উঠল, ফোন রিসিভ করল ফারাবী। অপরপ্রান্ত থেকে ভীত কণ্ঠে কেউ একজন তাদের সাথে দেখা করতে চায়। দেখা করার পর জানা যায়, মিউজিয়াম থেকে চুরি হয়ে গেছে একটি মূল্যবান মমি। সেব্যাপারে তদন্ত করতে গেলে এক জটিল রহস্যে ফেঁসে যায় সাফিও। শুরু হয় নতুন রহস্য, নতুন অভিযান।