শেষ জামানায় এসে পথহারা, দিশেহারা উম্মতে মোহাম্মদী এখন হতাশ। কোথায় যাবে! কার কাছে যাবে! কার কথা মানবে! সবাই তো কুরআন- হাদীসের বরাত দিয়ে বক্তব্য পেশ করে থাকে, কিন্তু হায়! কারও সাথেই কারও মতের মিল হয়না। ফলাফল গিয়ে দাড়াচ্ছে ইসলামের বিধি-বিধান প্রতিপালনের প্রতি অনীহা। এমন, করুণ পরিস্থিতির সমাধান ও উত্তরণের পথ বাতলে দেয়া হয়েছে এই- "সরল পথের সহজ বিধান" বইটিতে।
যে পথ সরল অর্থাৎ সোজা, তা নিশ্চয়ই সহজ। আল্লাহ্পাকই বলেন,"উপদেশ গ্রহণের জন্য আমি এই কুরআনকে সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য কেহ আছো কি/কে আছো উপদেশ গ্রহণের জন্য?" সূরা কামার-১৭'২২'৩২'৪০। কিছু শ্রেনীর লোকেরা ইসলামকে কুক্ষিগত করে ফেলেছে, অর্থাৎ ইসলাম শুধু তারাই বুঝবে, কুরআনপাক শুধু তারাই জানে অন্য কেউ হাত দিতে পারবেনা এমন একটা রেওয়াজ চালু করেছে যার দরুন সাধারণ মানুষ কুরআন থেকে দূরে সরে যাচ্ছে এবং কতিপয় লোকদের অন্ধ অনুসরণ করে পথভ্রষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ্পাক বলেন,"আমি যাহা ইচ্ছা সৃষ্টি করি এবং যাহাকে ইচ্ছা মনোনীত করি, ইহাতে উহাদের কোন হাত নাই" - সূরা কসাস-৬৮। অর্থাৎ, ইসলামের প্রকৃত জ্ঞান আল্লাহ্ প্রদত্ত, যে কেউই তা অর্জন করতে পারেন। একজন দিনমজুর, কৃষক, শ্রমিক এদের জন্য যে আল্লাহ্, একজন প্রাতিষ্ঠানিক সনদধারীর জন্যও সেই আল্লাহ্। আল্লাহ্ কারো উপর জুলুম করেন না। তিনি সবার জন্য সমান। অর্থাৎ সরল পথের পথিক হয়ে সহজ বিধান পালনের মাধ্যমে কিভাবে আল্লাহ্প্রাপ্ত হওয়া যায় সে বিষয়ে বিস্তারিতভাবে সহজ ও সাবলীল উপায়ে আলোচনা করেছেন সম্মানিত লেখক। শ্রদ্ধেয় লেখক, প্রতিটি বিষয় কুরআন ও সহীহ হাদীসের অকাঠ্য দলিল দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, যা সবার জন্য গ্রহণীয় ও পালনীয়। আল্লাহ্পাক সবাইকে হেফাজত করুন- আমীন।