"ক্রিস্টিয়ান কার্লসনের কবিতা" বইয়ের পেছনের কভারে লেখা:সুইডিশ কবি ক্রিস্টিয়ান কার্লসন ও তাঁর কবিতার অনুবাদ নিয়ে দুটি কথা বলতেই হবে। ক্রিস্টিয়ানের জন্ম ও সপরিবার বসবাস মালমাে শহরে। ভাষা-সাহিত্য নিয়ে পড়াশােনা করেছেন লুন্দ বিশ্ববিদ্যালয়ে। কবি হিসেবে তাঁর আবির্ভাব উনিশশ নব্বইয়ের দশকে। ক্রিস্টিয়ান উত্তর ইউরােপের খ্যাতিমান কবি, অনুবাদক ও চলচ্চিত্র নির্মাতা। কবিতা, গদ্য ও অনুবাদ মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিজ দেশ সুইডেন ও আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছে। এ ছাড়া প্রকাশনা ও সাহিত্য উৎসব আয়ােজনে এক উদ্যমী প্রতিভাবান পুরুষ ক্রিস্টিয়ান । পরিচালনা করেন বিকল্প প্রকাশনা সংস্থা। একটি ইংরেজি ও অন্যটি সুইডিশ ভাষার। অর্থনীতির সূচকে পিছিয়ে পড়া আর বর্ণবাদী গণমাধ্যমের পাশ কাটানাে ভাষাভাষী সাহিত্য, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সাহিত্য অনুবাদ তাঁর পছন্দের জায়গা। ক্রিস্টিয়ানের নিজ ভাষার লেখকদের মধ্যে অগাস্ট স্ট্রিন্ডবার্গ, অস্ত্রিদ লিন্দগ্রেন, সালমা লাগেরলফ, টমাস ট্রাস্ট্রয়মার ও লারস হেগারের কবিতার সাথে আমরা কম-বেশি পরিচিত। ক্রিস্টিয়ান পৃথিবীর অন্যান্য ভাষায় অনূদিত হয়েছেন। ক্রিস্টিয়ান কার্লসন তার কিছু কবিতা সুইডিশ থেকে নিজে ইংরেজিতে অনুবাদ করেছেন। কিছু কবিতা লিখেছেন ইংরেজিতে। ক্রিস্টিয়ানের সঙ্গে পরামর্শ করে এ যাত্রায় আমরা তাঁর কিছু কবিতা অনুবাদ করেছি। অনেকটা টমাস ট্রাস্ট্রয়মারের সতেরােটি কবিতা এর মতােন। যতােটা সহজ ভেবে অনুবাদে হাত দিয়েছিলাম- কাজটা ততাে সহজ ঠেকেনি। ক্রিস্টিয়ান কার্লসন বাংলা ভাষা ও সাহিত্যের একজন অকৃত্রিম বন্ধু। সমসাময়িক বাংলা কবিতা তাঁর নজর এড়িয়ে যায়নি। ২০১৩ সালে গােথেনবার্গ বইমেলায় রবীন্দ্রনাথের নােবেল পুরস্কারের শতবর্ষ উদযাপন ও বাংলাদেশের কণ্ঠস্বর’ শিরােনামে বর্ণাঢ্য আয়ােজন উপলক্ষে বাংলার মেঘ (Bengaliska moln) নামে ইংরেজি থেকে সুইডিশ ভাষায় বাংলাদেশের কবিদের একটি কাব্যসংকলন প্রকাশ করেন ক্রিস্টিয়ান। ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী পর্বে বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। সুইডিশে অনুবাদ করেছেন রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের নির্বাচিত সংগ্রহ। ক্রিস্টিয়ান কার্লসনের কবিতা বাংলা অনুবাদের মধ্য দিয়ে তাকে আমরা বাংলা কবিতার ভূবনে স্বাগত জানাই।