যেকোন মানুষের মৃতদেহকে লাশ বলে, কেউ তাকে নাম ধরে ডাকে না। তাহলে ঐ লাশের ভিতরের সেই শক্তি বা আত্মা বা রুহ— যার কোনো মৃত্যু নেই, সে কোথায় চলে গেল? যুগে যুগে মৃত্যুভাবনা তথা মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে অনেক গবেষণা হয়েছে। বর্তমানেও খোদ আমেরিকার প্রখ্যাত বিজ্ঞানী ও চিকিৎসকরা এ বিষয়ে গবেষণা অব্যাহত রেখেছেন। পাশাপাশি বিভিন্ন ধর্ম এবং দর্শনেও মৃত্যু পরবর্তী অবস্থার কথা এসেছে। এসব তথ্য— চমৎকার, বিস্ময়কর, ভয়ংকর ও সুখকর বটে; তবে তা আমাদেরকে বিচলিত এবং চিন্তিতও করে। এ গ্রন্থে সেসব বিবরণ রয়েছে— যা আমাদের মৃত্যু পরবর্তী সামনের দিনগুলোতে হতে যাচ্ছে। যেমন— কবর, কিয়ামত, হাশর, বিচার দিবস, বেহেশত, দোযখ, জান্নাতী, জাহান্নামী— এসবের বিস্তারিত বিবরণ রয়েছে এ গ্রন্থে। কীভাবে মৃত্যু পরবর্তী জীবনে সফলতা অর্জন করা যায় তারও সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। সর্বশেষ পরিমার্জিত সংস্করণে শতাধিক মহামানব ও কুখ্যাত-বিখ্যাত ব্যক্তির জীবন-মৃত্যুর ইতিহাস বর্ণিত হয়েছে। মৃত্যু থেকে পালাবার উপায় নেই— প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবেই (আল-কুরআন)। আল-কুরআন, হাদীস, বিজ্ঞান এবং দর্শনের সূক্ষ নিরিখে বিচার করে মৃত্যু পরবর্তী ভাবনা নিয়ে এ গ্রন্থ রচিত হয়েছে।